হঠাৎ আমির খানের বাড়িতে ২৫ জন আইপিএস! ‘মিস্টার পারফেকশনিস্ট’কে ঘিরে প্রশ্নের ঝড়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি বলিউড তারকা আমির খানের বান্দ্রার বাড়িতে প্রায় ২৫ জন আইপিএস আধিকারিকের আকস্মিক হানাতে মুম্বই-সহ সারা দেশের সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। সেই মুহূর্তের একটি ভিডিও—যেখানে দেখা যায় পুলিশ ভ্যান ও পুলিশ আধিকারিকের একটি বাস বেরিয়ে যাচ্ছে অভিনেতার বাড়ি থেকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে ঠিক কী কারণে হঠাৎ আমিরের বাড়িতে হানা দিলেন পুলিশ আধিকারিকেরা? যদিও এই প্রশ্নের সঠিক কোনও উত্তর মেলেনি। তবে তা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে যা উসকে দিচ্ছেন নেটিজেনরা।

ঘটনার পর আমির খানের টিমের তরফে যে প্রতিক্রিয়া এসেছে, তা বেশ সংক্ষিপ্ত। বলা হয়েছে, “আমরাও এখনও আমিরের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা বুঝে নিচ্ছি।”
এই বক্তব্য আরও স্পষ্ট করে দিচ্ছে যে, রহস্য এখনও কাটেনি। প্রশাসনের তরফেও এই সফর নিয়ে কোনও সরকারি বিবৃতি আসেনি। ফলে, জল্পনা আরও বেড়ে চলেছে।

এই পরিস্থিতির মধ্যেই একটি পুরনো খবর উঠে আসছে সামনে। কিছুদিন আগেই কর্ণাটকে কর ফাঁকির অভিযোগে খবরের শিরোনামে এসেছিলেন আমির খান এবং অমিতাভ বচ্চন। অভিযোগ ছিল, তাঁদের নামে রেজিস্টার করা একটি রোলস রয়েস দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স না দিয়ে রাস্তায় চলছে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন—এই আইপিএস অফিসারদের সফরের সঙ্গে সেই বিতর্কের কোনও যোগ রয়েছে কি না? যদিও কোনও পক্ষই এখনও পর্যন্ত এই সম্ভাবনা স্বীকার করেনি বা অস্বীকারও করেনি।

তবে এই সব গুঞ্জনের মাঝেও আমির খান পেশাগত দিক থেকে চূড়ান্ত ব্যস্ত। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ (IFFM) 2025-এর ১৬তম সংস্করণ। যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উৎসবে তার দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকবে একটি বিশেষ রেট্রোস্পেকটিভ, সঙ্গে থাকছে তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীও।

তার পরবর্তী প্রোজেক্ট হিসেবে, আমির খান কিংবদন্তি পরিচালক রাজকুমার হিরানির পরিচালনায় ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবন ভিত্তিক বায়োপিকে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। আমির-হিরানির যুগলবন্দিতে ফালকের জীবনী—এই সংমিশ্রণকে ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের প্রত্যাশার পারদ চড়ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *