বিচ্ছেদের পরেও সম্পর্কের স্মৃতি অমলিন, জীতুর জন্মদিনে কী লিখলেন প্রাক্তন নবনীতা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে সাদা-কালো স্ট্রাইপ শার্ট, ধূসর রঙের ট্রাউজার্স। চোখে কালো রোদচশমা। মাথায় টুপি। প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের ইনস্টাগ্রাম স্টোরিতে এ ভাবেই ধরা দিলেন তিনি। হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন জীতু কমল।
২৮ অগাস্ট অভিনেতার জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে তাঁর সমাজমাধ্যমের পাতা। এরই মধ্যে নজর কাড়ল নবনীতার ‘স্টোরি’। জীতুর ছবির পাশে লেখা, ‘শুভ জন্মদিন’। সেই সঙ্গে জুড়েছেন ‘ওম’ চিহ্নও। ব্যস, আর বেশি শব্দ ব্যয় করেননি তিনি। পাল্টা ‘বার্থ ডে বয়’-এর তরফে কি কিছু জবাব এল? সেই উত্তর অবশ্য অভিনেত্রীই জানেন।

২০২৩ সালে অনুরাগীদের কার্যত চমকে দিয়েই বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন জীতু ও নবনীতা। যদিও দু’জনের রাস্তা আলাদা হলেও একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেননি কেউই। বরং বরাবরই জানিয়েছেন, প্রাক্তন হলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী বলেই পরিচয় দিয়েছেন নিজেদের।