‘অবশেষে খাঁচা ভেঙে…’! হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে লিখলেন নচিকেতা, কবে ফিরবেন মঞ্চে?

0

অসংখ্য অনুরাগীদের স্বস্তি দিলেন গায়ক নচিকেতা। হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি।গত সপ্তাহে শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় গায়ককে। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। এরপরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই জানা যায়, নচিকেতার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। সেই থেকেই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। এরইমধ্যে মঙ্গলবার তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সুস্থতা কামনা করেন তিনি।

চিকিৎসকের সঙ্গে কথাও বলেন তিনি।এতদিন পর ছাড়া পেলেন তিনি। এ যেন মুক্তির আনন্দ তাঁর কাছে। হাসপাতাল থেকে বেরিয়ে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেসব চিকিৎসকদের সেবায় তিনি সুস্থ হয়ে উঠেছেন, তাদের সঙ্গে ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে খাঁচা ভেঙে…’।

আসলে, কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না সঙ্গীতশিল্পীর। সূত্রের খবর, তাঁর হাত-পা ফুলে গিয়েছিল। ব্লাড সুগারের সমস্যা রয়েছে নচিকেতার।তবে শুক্রবার নচিকেতা চক্রবর্তী বাড়ি ফিরেছেন সুস্থভাবেই। প্রিয় গায়ক সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তিতে সঙ্গীতমহল ও অনুরাগীরাও। চিকিৎসকের মতে, আগামী সপ্তাহ থেকেই হয়তো মঞ্চে ফিরবেন গায়ক। তবে এবার থেকে শরীরের বাড়তি যত্ন নিতে হবে তাঁকে। এরমধ্যেই এই ক’দিনের সমস্ত অনুষ্ঠানই বাতিল হয়েছে নচিকেতার। তবে সামনেই বর্ষশেষ ও বর্ষবরণে শীতের শহরে নানা অনুষ্ঠান। প্রিয় শিল্পী কবে থেকে মঞ্চে ফেরেন তারই অপেক্ষায় এখন অনুরাগীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *