পিতৃদিবসেই বাড়িতে এল কন্যা, ‘বাবাকে অল্প পেয়েছি, নিজে ভাল বাবা হব’, আবেগী নীল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই তাঁর এবং স্ত্রী পৃথা চট্টোপাধ্যায়ের কোলে এসেছে কন্যা সন্তান। সমাজমাধ্যমে নিজেই সুখবর ভাগ করে নিয়েছিলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়। রবিবার, পিতৃদিবসের দিনেই ঘরে লক্ষ্মীবরণের পালা। শুভেচ্ছা জানাতে এ দিন সদ্য বাবা হওয়া অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আডিশন। তখনই তিনি জানান, তাঁর লক্ষ্মীকে আনতে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছেন। ব্যস্ততার মধ্যেও কথা বললেন আডিশনের সঙ্গে।
পর্দায় চরিত্রগুলিকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন নীল। এ বার বাস্তব জীবনে বাবার ভূমিকা কাঁধে তাঁর। অনুভূতিটা কেমন? এক কথায় উত্তর, ”আউট অফ দ্য ওয়ার্ল্ড’ অনুভূতি”। এক গাল হেসে তিনি বলেন, “এতটা আনন্দ বোধহয় জীবনে কোনওদিন পাইনি। আমি কিছুই ভাবার মতো অবস্থায় ছিলাম না। এতটাই উত্তেজনা কাজ করছিল যে কী বলব! আসলে মেয়েকে প্রথম আমার হাতেই দেওয়া হয়েছে। আমার হাত কাঁপছিল সেই সময়।”

আজকের পিতৃদিবসটা তা হলে অভিনেতার জন্য একটু বেশিই স্পেশাল বলা চলে। নীল বলেন, “হ্যাঁ, একদম। আজকেই মেয়েকে আনতে যাব। বৃষ্টি পড়ছে বলে একটু দেরি হচ্ছে।” ঘরে লক্ষ্মী আসছে বলে কথা, বাড়ির সবাই কতটা উত্তেজিত? অভিনেতার কথায়, “বাড়ির সবাই খুবই আনন্দিত। অনেক নিয়মকানুন থাকে। বরণ করে মেয়েকে ঢোকানো, এই সব কিছুই হবে।”
খুব অল্প বয়সেই নিজের বাবাকে হারান অভিনেতা। ছোটবেলার কথা মনে পড়ে? তিনি বলেন, “আমরা যখন ছোট ছিলাম, তখন এই সবের এত প্রচলন ছিল না। আর আমি বাবাকে খুব অল্প সময়ের জন্যেই পেয়েছি। ১৫ বছর বয়স, যখন বাবাকে হারাই। তার পর থেকেই আমার খুব ইচ্ছে যে আমি নিজে বাবাকে খুব বেশি সময় না পেলেও, নিজে একজন ভাল বাবা হব। কন্যা চেয়েছিলাম। কন্যাই এসেছে আমাদের কোলে।”