‘একাকী মায়েরাই বাস্তবের হিরো’, ইঙ্গিতপূর্ণ বার্তা নীলাঞ্জনার, নিশানায় যিশু?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে সংসার ভাঙার খবরকে ঘিরে বহুদিন ধরেই আলোচনায় রয়েছেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। প্রকাশ্যে কোনও বিবৃতি না দিলেও জানা যায়, ইতিমধ্যেই দু’জনের ছাদ আলাদা হয়েছে। দুই মেয়ে সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্তকে নিয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে থাকেন নীলাঞ্জনা। অন্য আবাসনে অভিনেতা। এই খবর কতটা সত্যি বা মিথ্যে, এই নিয়ে জল্পনার অন্ত নেই নেটিজেনদের মধ্যে।

তবে মাঝেমাঝে জল্পনা উস্কেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন নীলাঞ্জনা। সম্প্রতি এমনই একটি পোস্ট নজর কাড়ল অনুরাগীদের। যেখানে লেখা, ‘আপনারা শুনতে পাচ্ছেন! বাস্তবেও কিন্তু সুপারহিরোরা রয়েছেন। আর তাঁরা হলেন একাকী মায়েরা (সিঙ্গল মাদার)।’

কিছু সময় পরে আরও একটি পোস্ট করেন তিনি। লেখেন, ‘সে সব মায়েরা, যাঁরা নিজের মানসিক কষ্ট সামলে নিয়ে সন্তানদের মুখ হাসি ফোটাচ্ছ, তাঁদের বলছি, তোমরা দারুণ কাজ করছ।’ এই মুহূর্তে দাপিয়ে কাজ করে চলেছেন নীলাঞ্জনা। কিন্তু মানসিকভাবে তিনি ভাল নেই, এমনটাই কি ইঙ্গিত দিলেন তিনি?