‘আমার করুণা হয় ওদের জন্য!’ অভিষেক-প্রেম জল্পনা উড়িয়ে নিমরত কৌরের স্পষ্ট বার্তা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের গসিপ আর তারকাদের ব্যক্তিগত জীবন যেন ওতপ্রোতভাবে জড়িত। ‘লাঞ্চবক্স’ খ্যাত নিমরত কৌরের কাজ নিয়ে যত প্রশংসাই হোক, তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে গসিপও চলেছে সমানতালে। বিশেষ করে কে তাঁর প্রেমিক, কোথায় তাঁকে দেখা গেল—এইসব ‘চর্চা’ বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
গত বছর হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল নিমরত কৌর ও অভিষেক বচ্চনের নাম। ‘দসভি’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের ‘সম্পর্ক’ নিয়ে গুজব ছড়াতে শুরু করে নানা মহলে। তখনই অভিষেকের ব্যক্তিগত জীবন—বিশেষ করে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দূরত্ব নিয়ে গুঞ্জনও ছিল তুঙ্গে। এই অবস্থায় নিমরত-অভিষেককে এক ফ্রেমে কল্পনা করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনার বন্যা। এই গুঞ্জনের উত্তর, বচ্চন পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল।
নিমরতও সেই সময় এই গুজবকে তেমন পাত্তা দেননি। জানা গিয়েছে, তিনি বলেছিলেন মানুষ সব সময় কথা বলবেই, তাতে তাঁর কিছু যায় আসে না। যেহেতু এই ধরনের গুজব থামানো সম্ভব নয়, তাই তিনি নিজের কাজে মনোযোগ দেওয়াই শ্রেয় মনে করেন। এত মাস পর অবশেষে এই গুজবের কারণে হওয়া ট্রোলিং এবং জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন নিমরত। এই সংস্কৃতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিলেন তিনি । সম্প্রতি এক সাক্ষাৎকারে, নির্দিষ্ট কোনও নাম না নিয়েই তিনি বুঝিয়ে দিলেন, এই ধরনের ভিত্তিহীন আলোচনাকে তিনি একেবারেই পাত্তা দেন না।
নিমরত জানান, যখন তিনি মুম্বই এসেছিলেন, তখন সোশ্যাল মিডিয়া এতটা প্রভাব ফেলেনি, আর তাঁর দৈনন্দিন জীবন বা কাজের লক্ষ্যের মধ্যে এটি কখনোই ছিল না। তাঁর মূল ফোকাস সব সময় ছিল ভাল কাজ করা, আর তাই এই ধরনের অপ্রয়োজনীয় কথায় কান দেওয়ার সময় তাঁর নেই। তিনি জানান, যাঁরা এই গুজব তৈরি করেন বা ছড়ান, তাঁদের জন্য তাঁর খারাপ লাগে। কারণ তাঁদের জীবনে হয়তো কোনও লক্ষ্য নেই, তাই তাঁরা অন্যের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি দেন।
খানিক কটাক্ষ ও সহানুভূতি নিয়েই নিমরত জানান , এই ধরনের মানুষজনের বেড়ে ওঠার পরিবেশ নিয়ে ভাবলে তাঁর বেজায় খারাপই লাগে। তাঁদের এই আচরণ কেবল নিজেদেরই নয়, বরং তাঁদের পরিবারেরও পরিচয় দেয়, যা খুবই দুঃখজনক। তিনি এসব গুজবকে পথের ধারে দাঁড়িয়ে থাকা কোনও অচেনা মানুষের অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে তুলনা করে প্রমাণ করেন যে তাঁর কাছে এই ভিত্তিহীন মন্তব্যের কোনও মূল্যই নেই। তাঁর কথায়, “এই ধরনের লোকেরা সাধারণত নিজের জীবনে কোনও না কোনও সমস্যায় ভোগেন, তাই তাঁরা অন্যের দিকে আঙুল তোলে।”
এইসব কথাবার্তায় তিনি নিজের জীবন থেকে একটুও সময় দিতে নারাজ। কারণ তাঁর সামনে এখনও অনেক বড় যাত্রাপথ পড়ে আছে, অনেক কাজ বাকি। সম্প্রতি ‘স্কাই ফোর্স’ এবং ‘কুল: দ্য লিগ্যাসি অফ দ্য রাইজিংস’-এ দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও অভিষেক বচ্চনের ‘কালিধর লাপাতা’ ছবিতেও তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।