কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ নোরার, কাছের মানুষকে হারালেন অভিনেত্রী!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সর্বাঙ্গ ঢাকা কালো প্যান্ট ও লম্বা হাতা জ্যাকেটে। খোলা চুল। চেহারায় নেই রূপটানের লেশ। দু’চোখ কালো রোদচশমার আড়ালে থাকলেও অভিনেত্রীর অশ্রুসজল চোখ উপস্থিত কারওই চোখের আড়াল হয়নি। মুম্বই বিমানবন্দরের সামনে ঠিক এই ভাবেই গাড়ি থেকে নামলেন নোরা ফাতেহি। বারবার হাত দিয়ে মুছে নিচ্ছেন গাল বেয়ে বয়ে আসা জল।

কাঁদতে কাঁদতেই বিমানবন্দরে প্রবেশ করলেন তিনি। সঙ্গে এলেন অভিনেত্রীর দেহরক্ষী। নোরাকে দেখেই এগিয়ে আসেন অনুরাগীরা। একজন তো নিজস্বী তোলাও চেষ্টা করেন। তবে অন্য দিনের তুলনায় এ দিনের পরিস্থিতি ছিল আলাদা। অভিনেত্রীর অভিব্যক্তিতেই স্পষ্ট তাঁর আজ মন ভাল নেই।

কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তার কারণ অবশ্য জানা যায়নি। তবে গত রবিবারই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে বার্তা কিছুটা হলেও স্পষ্ট।

বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।” যার অর্থ, “সত্যিই আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই।” কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন। নোরার পোস্ট দেখে অনুরাগীদের অনুমান, খুব কাছের মানুষকেই হারিয়েছেন অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *