বিসিসিআই সভাপতির দৌড়ে শচীনের নামে জল্পনা ভিত্তিহীন, তবে কি আবার সৌরভই?

0

স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছিল শচীন তেন্ডুলকর হতে পারেন বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি। কিন্তু জল্পনাটা জল্পনাই। কিন্তু শচীনের টিমের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ‘আমাদের নজরে এসেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে শচীন তেন্ডুলকরের নাম বিবেচনা করা বা মনোনীত করার বিষয়ে কিছু প্রতিবেদন এবং গুজব ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এ ধরনের কোনও কথা হয়নি।’ সে জল্পনা যখন থামল, তখন উস্কে উঠল আর এক ক্রিকেটারের নাম। তিনি বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি আগেও ছিলেন বিসিসিআইয়ের সভাপতি। সেখান থেকেই রজার বিনি দায়িত্ব পান। ফের বিনি সরতেই উঠে এল সৌরভের নাম।

বিসিসিআই ২৮ সেপ্টেম্বর তাদের বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন করবে। বার্ষিক সাধারণ সভার আগে সভাপতি এবং সচিব সহ গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নাম নিয়ে আলোচনা করার জন্য একটি মিটিং হবে। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, নতুন বোর্ড সভাপতির জন্য নির্বাচনের দরকার হবে না। সর্বসম্মত সিদ্ধান্তেই নিযুক্ত করা হবে পরবর্তী বোর্ড সভাপতিকে। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, রাজ্য সংস্থাগুলির প্রতিনিধিদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল শুক্রবার। এজিএমে বিসিসিআই-এর সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে।

বর্তমানে সচিব দেবজিত সাইকি, যুগ্ম সচিব রোহন গাঁওস দেশাই এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া তাদের পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি। সিএবি-র প্রতিনিধি হিসেবে সৌরভের নামই পাঠানো হয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। তাঁর ফের বিসিসিআই-তে যোগদানে জল্পনা তৈরি হয়েছে যে তিনি কি আবারও সভাপতি পদে ফিরছেন?
অন্যদিকে, সিএবির সভাপতি মসনদে যে সৌরভ গঙ্গোপাধ্যায় বসতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত। ১৪ সেপ্টেম্বর সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। যদি আর কেউ না জমা দেন, তাহলে সৌরভই অপ্রতিদ্বন্দ্বীভাবে সিএবি সভাপতি হবেন। যার ঘোষণা হবে ২২ সেপ্টেম্বর।বোর্ডের সভাপতির দৌড়েও তাই স্বাভাবিকভাবেই ঢুকেও পড়েছেন। তাতে বাধাও নেই। তবে শচীনের নাম সরে গেলেও, কিরণ মোরে, রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ নানা নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। বোর্ডও চাইছে প্রাক্তন ক্রিকেটার। কে হন, তাই এখন দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *