‘বাংলায় সন্তান জন্মের কথা ভাবা যায় না, কিন্তু…’ কুণালের তোপে সোহিনী, উস্কালেন আরজি কর কাণ্ড
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছরের ঘটনা। আরজি কর-কাণ্ডকে ঘিরে উত্তপ্ত যখন গোটা দেশ, মঞ্চে দাঁড়িয়ে সোহিনী সরকার জানিয়েছিলেন, তিনি তাঁর সন্তানকে ভারতে জন্ম দিতে চান না। স্পষ্ট বলেছিলেন, “দেশে যত দিন দুর্নীতি রয়েছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।” এর পর পেরিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময়, সম্প্রতি ‘রঘু ডাকাত’-এর প্রচারকে কেন্দ্র করে পুরনো কথাই উস্কে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সরাসরিই সমাজমাধ্যমের পাতায় আক্রমণ করলেন নায়িকাকে।
পুজোতে মুক্তি পাচ্ছে দেবের ‘রঘু ডাকাত’। সেখানে অভিনয় করেছেন সোহিনীও। এই মুহুর্তে বাংলার জেলায় জেলায় গিয়ে প্রচার চালাচ্ছেন গোটা টিম। সেই প্রচার মুহুর্তেরই সোহিনীর একটি ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় দেন কুণাল। যেখানে দেখা যাচ্ছে নাচে মগ্ন অভিনেত্রী। পরনে ‘রঘু ডাকাত’ লেখা টি-শার্ট, মাথায় মুকুট।

ছবিটি পোস্ট করে অভিনেতা তথা নেতা কুণাল লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।’ পাশাপাশি যদিও আসন ছবিকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। এই প্রসঙ্গে আপাতত কোনও প্রতিক্রিয়া মেলেনি নায়িকার থেকে।
