এমন দিনে বাবাকে বড্ড মনে পড়ছে ববি-সানির, নিঃসঙ্গতার বেদনায় ভুগছেন হেমা মালিনী
তিনি বেঁচে থাকলে, ৯০ বছরে পা দিতেন। কিন্তু এখন সবই স্মৃতি। ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম বাবার স্মৃতিতে সমাজ মাধ্যমে পোস্ট করলেন ছেলে ববি দেওল। স্বাভাবিকভাবেই আবেগতাড়িত। জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই যে প্রয়াত হন ধর্মেন্দ্র। বাবার স্মৃতিতে ববি লিখেছেন, ‘‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আমি এই লেখাটা লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছ, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই।’’
ববি আরও লেখেন, ‘‘একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি।’’ লেখাটা অবশ্য আরও দীর্ঘ। সেখানে কিংবদন্তি অভিনেতার তারকা হয়ে ওঠার গল্পও মনে করিয়েছেন ববি।
শুধু তিনি কেন, এমন দিনে তাঁকে স্মরণ করেছেন স্ত্রী হেমা মালিনীও।তাঁরও এমনদিনে মনখারাপ। ড্রিম গার্ল লেখেন, ‘‘তুমি নেই তাও সপ্তাহখানেক হল। আমাকে একা ছেড়ে চলে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি।’’ এমন দিনে দুই কন্যা ঈশা দেওল এবং অহনা দেওল, সানি দেওল সবাই বাবাকে মিস করার কথা লিখেছেন সমাজ মাধ্যমে।
‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে বলিউডের এই কিংবদন্তিকে স্মরণ করতে গিয়ে চোখের জল মুছতে হয়েছে সলমন খানকেও। তিনি তাঁর পরিবারের সঙ্গে মিলের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সলমন খান বলেন, ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সে দিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এইরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’’ পাশাপাশি এও উল্লেখ করেন, ‘‘সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যে দিন ছিল আমার বাবার জন্মদিন।’’
