‘রাজকন্যার’ জন্মদিনে স্বামীর আদুরে বার্তা! সোহিনীকে নিয়ে শোভনের ভালবাসার খোলা চিঠি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিউডের অন্যতম চর্চিত জুটি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বন্ধুত্ব থেকে প্রেম, তার পর বিয়ে। সবটা যেন সিনেমার মতোই এগিয়েছে। তবে কোনও পর্দার আড়ালে নয়, বাস্তবেই এ গল্পের নায়ক-নায়িকা শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকার। দেড় বছরের সংসার তাঁদের, আর প্রতিটি দিন যে আগের চেয়ে আরও গভীর হচ্ছে, তার প্রমাণ মিলল নায়িকার জন্মদিনে।

দেড় বছর আগে, ২০২৪ সালের জুলাই মাসে যখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন থেকেই আর কোনও লুকোছাপা নেই। বর্ষণমুখরিত এক দিনে, দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে আইনি মতে শুভ কাজ সেরেছিলেন এই যুগল। গুটিকয়েক আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ১৫ জুলাই চার হাত এক হয়। এখন তাঁরা ঘোরতর সংসারী, আর তাঁদের প্রেম যে সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে, তা বোঝা গেল অভিনেত্রী সোহিনীর জন্মদিনে।

গায়ক শোভন এদিন তাঁর স্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে একটি খোলা চিঠি লেখেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি সোহিনীর সঙ্গে কাটানো কিছু অদেখা ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের এই ছবিগুলিতে কখনও দেখা গিয়েছে দু’জনের একসঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্ত, আবার কখনও ঘরোয়া কোনো পুজো বা অনুষ্ঠানে তাঁদের এক ফ্রেমে ধরা দেওয়ার ছবি।

শোভন যে তাঁর এই সংসার জীবন নিয়ে কতটা খুশি, তার স্পষ্ট আভাস মিলল তাঁর লেখায়। তিনি লিখলেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন।’ 

ব্যক্তিগত জীবনে এই খুশির খবরের পাশাপাশি, সোহিনীর কাজের ক্ষেত্রও কিন্তু বেশ ব্যস্ত। সম্প্রতি ঘোষণা হয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কোর্মা’-র। পরিচালক প্রীতম ডি গুপ্তের এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী। একটি কুকিং ওয়ার্কশপে দেখা হওয়া দুই নারীর বন্ধুত্ব কী মোড় নেয় অন্ধকারের দিকে, সেই গল্পই বলবে এই সিরিজ। অন্যদিকে, ‘ফেরা’ নামের নতুন একটি সিনেমারও ঘোষণা হয়েছে। নন্দী মুভিজ়-এর এই ছবিতেও সোহিনীকে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্রও। জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই পুরুষের ঘটনাচক্রে এক ছাদের তলায় আসার গল্প বলবে এই সিনেমা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *