মৃত্যুর দু’সপ্তাহ পার! ঘরের ভিতর থেকে উদ্ধার অভিনেত্রীর পচা-গলা দেহ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই তো গত মাসের ঘটনা। বাড়িতে রহস্যজনকভাবে মেলে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েষা খানের পচা-গলা দেহ। মৃত্যু হয়েছিল এক সপ্তাহ আগেই। করাচির গুলশন-এ-ইকবাল আবাসনে নিথর অবস্থায় পাওয়া যায় প্রবীণ অভিনেত্রীকে। মাস ঘুরতেই আবারও একই রহস্যের ছায়া। আবারও পাকিস্তানি অভিনেত্রীর রহস্যমৃত্যু! আবারও সেই করাচি…
পাকিস্তানের করাচির প্রতিরক্ষা দফতরের আবাসনের ভিতর থেকে উদ্ধার হয়েছে মডেল-অভিনেত্রীর নাম হুমাইরা আসগরের নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তাঁর।

জানা যায়, ৩২ বছর বয়সি এই অভিনেত্রী ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তবে, চলতি বছরের শুরু থেকে নাকি ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয় ফ্ল্যাটের মালিক। কিন্তু গত কয়েকদিন ধরে অভিনেত্রীর সঙ্গে কোনওরূপ যোগাযোগ করা যায়নি।
পাকিস্তানের পুলিশ আধিকারিক সইদ আসাদ রজা পাক-সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভাড়া না দেওয়ায় ফ্ল্যাটটির মালিক জায়গা অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। তারপরেই আদালতে যান তিনি। কোনও প্রতিক্রিয়া না মেলায় আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। তবে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই সেই মর্মান্তিক দৃশ্য। ঘর থেকে উদ্ধার হয় হুমাইরার দেহ।