বন্ধুবান্ধবের নবজাতকদের দেখেছি, এ বার নিজের পালা, অনুভূতি ব্যক্ত করা যাবে না: পরমব্রত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাবজি গাবজি’ ছবিতে একজন বাবার ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। এ বার বাস্তবেই বাবা হয়েছেন অভিনেতা। যদিও এই মুহূর্তে একটি ঘোরের মধ্যেই রয়েছেন তিনি। সম্প্রতি একটি ছবির প্রচারে এসে আডিশনের সঙ্গে খোলামেলা আড্ডায় পরম বলেন, “ভাবতেই কেমন লাগছে। আমরা নাকি একটা ছোট্ট চরিত্র সৃষ্টি করেছি…”

বাবা হওয়ার অনুভূতি কেমন? তিনি বলেন, “ছোট্ট একটি প্রাণ। কখনও দেখছি আমার কোলে শুয়ে আছে। কখনও পিয়া (চক্রবর্তী)র কোলে। খুবই উচ্ছ্বাসে ভরা একটি অনুভূতি।”

পর্দায় বাবার চরিত্র তো নিপুণভাবে ফুটিয়েছেন। বাস্তবে এই গুরুদায়িত্ব কী ভাবে পালন করছেন পরমব্রত? অভিনেতার খুব সহজ-সরল স্বীকারোক্তি, “আমি এক ঘুমে রাত কাবার করা মানুষ। সেটা এখন আর হচ্ছে না। অন্তত তিনবার তো উঠতেই হচ্ছে রাতে।” আপাতত ছুটিতে রয়েছেন সদ্য মা হওয়া পিয়া। পরমের অবশ্য কাজ থেকে রেহাই নেই। তিনি বলেন, “আমি বাড়িতে আছি। নিজের মতো লেখালিখি করছি।”

এই প্রসঙ্গেই পরমকে প্রশ্ন করা হয়, “কাজ না কি বাবা হওয়ার দায়িত্ব পালন, কোনটি বেশি কঠিন পরমের কাছে?” অভিনেতার সোজাসাপটা জবাব, “আমি তো কাজ ছেড়ে থাকতেই পারি না। কাজের মধ্যে ডুবে থাকা একটা মানুষ। আমার কাছে তাই বাবা হওয়ার পরের জীবনটা একটু বেশি কঠিন মনে হয়। তবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে।”

অভিনেতা জানান, তাঁর কাছে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তিনি বলেন, “অনেক বন্ধুবান্ধবদের শিশুদের দেখেছি। পর্দায় নবজাতকদের দেখেছি। কিন্তু আমার নিজের যখন সন্তান ভূমিষ্ঠ হল, আমি এবং পিয়া একজন প্রাণকে জন্ম দিয়েছি, এটা উপলব্ধি করতেই সময় চলে যাচ্ছে। এটা ভাষায় ব্যক্ত করার মতো অনুভূতি নয়। আজ থেকে পাঁচ-দশ বছর পর হয়তো গুছিয়ে লিখতে পারব।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *