ছোট্ট দুই চোখ তাকানো, গোলগাল চেহারা, কার মতো দেখতে হল পরম-পিয়ার পুত্রকে? নাম কী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জামাইষষ্ঠীতেই পরিবারে এসেছিল এসে। চতুর্থীতে সকালকে ধরা দিল একরত্তি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর পুত্র। সকলের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন তারকাদম্পতি নিজেরাই। কী নাম রাখলেন ছেলের?

ছোট্ট দুই চোখ তাকানো ক্যামেরার দিকে। টুকটুকে গোলগাল চেহারা। পরম এবং পিয়া, উভয়েরই মুখের মিল বেশ বোঝা যাচ্ছে একরত্তির মুখশ্রীতে। ওর নাম নিষাদ। এর অর্থ হল সাত সুরের সর্বশেষ সুর। তবে এর আরও একটি অর্থও রয়েছে। ‘নিষাদ’ মানে হল যাঁকে দুঃখ ছুঁতে পারে না কোনওদিন। ডাকনাম অবশ্য ‘নডি’। পিয়া নিজেই লিখেছেন, তাঁর সন্তানের মাথাটা তুলনায় বড়। ছেলের ছবি প্রকাশ্যে আনতেই শুভেচ্ছায় ভরে উঠেছে পরম-পিয়ার কমেন্ট বক্স। ভালবাসা পাঠিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষও।

২৭ জুন পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনের আগেই সুখবর এসেছিল অভিনেতার জীবনে। চলতি বছর জামাইষষ্ঠীর দিনেই পুত্র সন্তান এসেছিল তাঁর এবং পিয়ার কোলে। বাবা হওয়ার অনুভূতি কেমন? আডিশনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “ছোট্ট একটি প্রাণ। কখনও দেখছি আমার কোলে শুয়ে আছে। কখনও পিয়া (চক্রবর্তী)র কোলে। খুবই উচ্ছ্বাসে ভরা একটি অনুভূতি।” তবে জীবন যে আমূল বদলেছে, সেই কথাও অস্বীকার করেননি তিনি। অকপটেই বলেছিলেন, “আমি এক ঘুমে রাত কাবার করা মানুষ। সেটা এখন আর হচ্ছে না। অন্তত তিনবার তো উঠতেই হচ্ছে রাতে।” আপাতত ছুটিতে রয়েছেন সদ্য মা হওয়া পিয়া। পরমের অবশ্য কাজ থেকে রেহাই নেই। তিনি বলেন, “আমি বাড়িতে আছি। নিজের মতো লেখালিখি করছি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *