‘আলোচনা সদর্থক’, মন্তব্য পরম-অনির্বাণের, তবুও ঝুলে মামলা! কী বলছেন স্বরূপ বিশ্বাস?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

৩০ জুলাই থেকে পিছিয়ে ১ অগাস্ট। আদালতের নির্দেশ মেনে মামলাকারী পরিচালকদের সঙ্গে বৈঠকে বসল ফেডারেশন। এর আগে গত শুনানিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে ফেডারেশনের ‘২১ আইন’-এর বিরুদ্ধে মামলাকারী ১৩ জন পরিচালকের সঙ্গে মুখোমুখি বৈঠকের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তার পরেও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং বাকি সদস্যরা। প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিং। এই প্রেক্ষিতে হাই কোর্ট ৩০ জুলাই সচিবের সঙ্গে ফের মুখোমুখি বৈঠকের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই শুক্রবার নন্দন চত্বরে জমায়েত হলেন তাঁরা।

বৈঠক শেষে মিলল কী সুরাহা? কী বলছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অন্যান্যরা? “সদর্থক আলোচনা হয়েছে।” এমনটাই বললেন অনির্বাণ। বৈঠক শেষে বেরিয়ে তিনি বললেন, “সচিবের সঙ্গে বসে কথা বললাম। খুবই ইতিবাচক ইঙ্গিত পেয়েছি। আমরা এইটা সদর্থক দিয়ে এগিয়ে চলেছি। আজকে আমরা আমাদের কথা বললাম। ফেডারেশনের যা বক্তব্য ছিল, তার সদস্যরা সেগুলি জানালেন। যে জটিলতাগুলোর সৃষ্টি হয়েছিল, তার সমাধান হবে বলেই মনে হচ্ছে এ বার আমার।” একই কথা সুদেষ্ণা রায়ের কণ্ঠেও। তিনি বললেন, “প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যস্থতায় যে মিটিংটি হয়েছে, তাতে মনে হয়েছে, পরিচালক এবং ফেডারেশন, দু’পক্ষই নিজেদের মধ্যে কথা আদানপ্রদান করতে পেরেছে।”

পরম বলেন, “আমরা বহুদিন ধরেই প্রত্যাশা করেছিলাম যে আমাদের বক্তব্যগুলো যেন ফেডারেশন শোনে। আমরা সংখ্যায় মোটে ১৩ জন। কিন্তু গণতন্ত্র একটিমাত্র মানুষকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলে। আজকে দুই পক্ষের মধ্যে অনেক কথা হয়েছে। অনেক ধরনের কথা হয়েছে। কিন্তু মিটিং শেষে মনে হল, আলোচনাটা সদর্থক। আগামীতে হয় তো আরও পদক্ষপ করা হবে। যদি তথ্য-সংস্কৃতি বিভাগ অথবা ফেডারেশন মনে করে যে আরও কথা বলার প্রয়োজন আছে, তা হলে আবারও মিটিংয়ে বসব। আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে নানা ধরনের কথা হয়েছে। তার মধ্যে ভাল কথাও হয়েছে।”

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “আজকে আমরা পরিচালকের কথা শুনতে এসেছিলাম। তাঁদের আসল সমস্যাটা কোথায়? আমরা উপলব্ধি করলাম, আসলে সমস্যাটা কিছুই না। আমাদের সম্মানীয় সচিব একটা সমাধানের কথা বলেছেন। আমরা সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব।”

এখন প্রশ্ন হল, পরিচালকদের দায়ের করা মামলার ভবিষ্যৎ কী? যদিও এই প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত খোলসা করতে রাজি নন পরিচালকেরা। অনির্বাণ বলেন, “কোর্টের ক্ষেত্রে এখনও আমাদের কোনও সিদ্ধান্ত হয়নি। যাঁরা যাঁরা পিটিশন করেছি, আগে আলোচনা হোক। এর পরবর্তী গতিপ্রকৃতির উপর নির্ভর করছে আমাদের কোর্টের ক্ষেত্রে পদক্ষেপ।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *