‘তোমায় বড্ড প্রয়োজন’, বাবার অনুভূতি ঘেরা পিতৃদিবসে নিজের বাবাকেই খুঁজছেন পরমব্রত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট্ট সদস্যকে সর্বক্ষণ আগলে রাখা থেকে ছোট ছোট আত্মত্যাগ। বাবা হওয়ার অনুভূতিটা ঠিক কেমন, তা এই কয়েক দিনে বেশ উপভোগ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে আডিশনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেতা আগেই বলেছিলেন, “আমার কাছে বাবা হওয়ার পরের জীবনটা একটু বেশি কঠিন মনে হয়। তবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে।” আর ঠিক এমন সময়তেই নিজের বাবাকেই মনে পড়ছে পরমের।

ক্যালেন্ডার বলছে রবিবার, ১৫ জুন পিতৃদিবস। মাত্র ১৫ দিন হল পরমব্রত এবং পিয়া চক্রবর্তীর কোলে এসেছে তাঁদের শিশুসন্তান। পর্দায় যে কোনও চরিত্র নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারলেও বাস্তব জীবনে বাবা হওয়ার ভূমিকাটা পরমের কাছে বেশ অন্যকরম। পিতৃদিবসে তাঁর উপলব্ধি, “একটা কথা প্রায়ই শোনা যায়, ‘মা হওয়া কি মুখের কথা!’ হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মাকে, তা বর্ণনাতীত৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বই অন্যকিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ।”

বহু বছর আগেই বাবাকে হারিয়েছেন পরমব্রত। সদ্যই নিজেও বাবা হয়েছেন। এ দিন যেন আরও বেশি করে মনে পড়ছে তাঁকে। বাবার সঙ্গে পুরনো এক ছবি ভাগ করে নিয়ে পরম লেখেন, “পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কী ভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল।’ সবশেষে সকলকে পিতৃদিবসের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *