প্রথম স্থান হারাল ‘পরশুরাম’! প্রথম পাঁচে জীতু-দিতিপ্রিয়া, পুজোর হাওয়ায় ওলটপালট টিআরপি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজোর আবহে যেন আমূল বদলে গেল টিআরপি তালিকা। বিগত কয়েক সপ্তাহ ধরেই নিজের প্রথম স্থান ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। এ বার সেই স্থানই গেল ফসকে। বরং সেই জায়গায় আবার ‘বেঙ্গল টপার’-এর তকমা ফিরে পেল ‘পরিণীতা’। উদয়প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়ের যুগলবন্দি এক সময়ে টানা রাজ করেছে তালিকার প্রথম স্থানে। এ বার সেই হারানো স্থানই ফিরে আসল তাঁদের কাছে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯।
অন্য দিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙাপতী তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.৬। প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ‘পরশুরাম আজকের নায়ক’। তাঁরা পেয়েছেন ৬.৫। চতুর্থ স্থানে যুগ্ম ভাবে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানী ভবাণী’ এবং ‘জগদ্ধাত্রী’। দু’য়েরই প্রাপ্ত নম্বর ৬.৪।
এ বার তালিকার পঞ্চম স্থানে নজর আটকেছে দর্শকদের। তালিকার প্রথম পাঁচে অবস্থান করছে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গত মাসে বেশ চর্চায় ছিল এই দুই নাম। দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্ক কম হয়নি সেই সময়ে। দর্শক ভেবেছিলেন, হয় তো এই বিতর্কের হাত ধরেই তালিকার প্রথম পাঁচে উঠে আসবে এই ধারাবাহিক। তবে শুরুর দিকে এমনটা না হলেও অবশেষে পঞ্চবাণটা মেরেই দিল এটি। ৬.১ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জীতু ও দিতিপ্রিয়া। একই নম্বর পেয়ে তাঁদের সঙ্গে সঙ্গ দিয়েছে ‘ফুলকি’ও।