ছক্কা হাঁকাচ্ছে ‘নায়ক’ পরশুরাম! কম যায় না ‘ফুলকি’ও, প্রথম পাঁচে চমক দিল কি ‘পরিণীতা’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলতি সপ্তাহে যেন একের পর এক চমক। মাত্র সাত দিনের মধ্যেই টিআরপি তালিকায় রদবদল! গত সপ্তাহে টিআরপি তালিকায় অনেকটাই নীচের দিকে ছিল ‘পরিণীতা’ ধারাবাহিকটি। এ বারে একেবারে দ্বিতীয় স্থানে। সঙ্গী হল ধারাবাহিক ‘ফুলকি’ও। উভয়রই প্রাপ্ত নম্বর ৬.৪। অন্য দিকে তালিকার একদম প্রথমে রাজ করছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭।
তৃতীয় নম্বরে রয়েছে ‘জগদ্ধাত্রী’। পেয়েছে ৬.৩। তবে এই সপ্তাহে অনেকখানি নম্বর কমেছে ‘রাঙামতী তিরন্দাজ’। ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। প্রথম পাঁচে থাকতে পারল না ‘গৃহপ্রবেশ’, ‘কোন গোপনে মন ভেসেছে’র মতো ধারাবাহিক। ‘গৃহপ্রবেশ’-এর নম্বর ৫.৪ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’র নম্বর ৫.৩। একই নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘কথা’।