ফের তির ছুড়লেন ‘পরশুরাম’, টিআরপি তালিকার প্রথম পাঁচে রইল কারা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত সপ্তাহেই টিআরপি তালিকায় বড়সড় পরিবর্তন চোখে পড়েছিল। সবাইকে টপকে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিল ‘পরশুরাম আজকের নায়ক’। সেই একই ধারা বজায় থাকল এই সপ্তাহেও। এই বৃহস্পতিবারেও টিআরপি তালিকার শীর্ষে ‘পরশুরাম’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।
টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরিণীতা’। দু’টি ধারাবাহিকই এই সপ্তাহে পেয়েছে ৬.২। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১। চতুর্থ স্থানে ‘ফুলকি’। ঝুলিতে ৬ নম্বর। এই ধারাবাহিককে ঘিরে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া এই মুহূর্তে। সদ্যই বিয়ে সেরেছেন ফ্লোরে ফিরেছেন অভিষেক বসু। পর্দার খলনায়িকা শার্লি মোদকই এই মুহূর্তে তাঁর বাস্তব জীবনের নায়িকা।
এ বারেও পঞ্চম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। ৫.১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। একইসঙ্গে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর ৫। সপ্তম স্থানে একই সঙ্গে তিনটি ধারাবাহিক— ‘কথা’, ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। তিনটি ধারাবাহিকই পেয়েছে ৪.৯ নম্বর।