ফের টিআরপির ‘নায়ক’ পরশুরাম! কার কাছে কুপোকাত ‘জগদ্ধাত্রী’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সময় টিআরপি তালিকার অনেকটাই নীচে নেমে গিয়েছিল যে ধারাবাহিকগুলি, সেগুলোই যেন এই কয়েক সপ্তাহে প্রমাণ করেছে নিজেকে। একটানা বাজিমাত করে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই সিরিয়ালের গল্প বেশ মনে ধরছে দর্শকদের। আর সেই কারণেই তো এ সপ্তাহেও প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে এটি। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।
তবে এ বারে আশানরূপ ফল করতে পারল না জগদ্ধাত্রী। বরং তাকে টক্কর দিল ফুলকি। এই ধারাবাহিকের স্থান দ্বিতীয় নম্বরে। প্রাপ্ত নম্বর ৭.৩। তা হলে কত নম্বরে জগদ্ধাত্রী? এই সপ্তাহে ৭.০ নম্বর পেয়ে এই ধারাবাহিকের স্থান তৃতীয় নম্বরে। এ সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬।
এক সময়ে ‘বেঙ্গল টপার’ ছিল ‘পরিণীতা’ ধারাবাহিকটি। টিআরপি তালিকার একদম শীর্ষে অবস্থান করত এটি। তবে বর্তমানে এটি পঞ্চম নম্বরে। প্রাপ্ত নম্বর ৬.৫। ষষ্ঠ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। এ বারে তারা পেয়েছে ৬.৪।
সপ্তম স্থানে একই সঙ্গে ‘স্টার জলসা’র তিনটি ধারাবাহিক। ৫.৯ নম্বর পেয়েছে একই সঙ্গে ‘চিরসখা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘রোশনাই’। প্রসঙ্গত, ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রোশনাই’-এর শুটিং। চলতি মাসের ২০ তারিখ ধারাবাহিকের শেষ টেলিকাস্ট।