ফের শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’, নবাগত ‘ভবানী’ কুপোকাত করল কাকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
প্রতি সপ্তাহের এই দিনটিই যেন সিরিয়ালপ্রেমীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই বিশেষ দিনেই প্রকাশ্যে আসে ধারাবাহিকের রিপোর্ট। হ্যাঁ, টিআরপি তালিকার কথাই বলা হচ্ছে। কোনও সপ্তাহে দেখা যায় তালিকায় আমূল পরিবর্তন। আবার কখনও কখনও দীর্ঘদিন ধরে একইভাবে বাজিমাত করে চলে কোনও ধারাবাহিক। ঠিক যেমন ‘পরশুরাম আজকের নায়ক’। টিআরপি তালিকার প্রথম পাঁচে রদবদল দেখা দিলেও তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিক সর্বদাই প্রথম স্থানে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে নিজেদের জায়গা ধরে রেখেছেন নির্মাতারা। এই সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৪।
এর পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে বেশ কিছুদিন ধরেই টেক্কা দিচ্ছে এটি। এর প্রাপ্ত নম্বর ৬.৯। ‘জগদ্ধাত্রী’ এবং ‘চিরসখা’র জায়গা পরিবর্তন হয়নি বিশেষ। গত সপ্তাহেও এই দুই সিরিয়াল ছিল তৃতীয় নম্বরে। এ বারেও তাই। দু’য়েরই প্রাপ্ত নম্বর ৬.৬।
অন্য দিকে প্রথম সপ্তাহ থেকেই বাজিমাত করে চলেছে রাজনন্দিনী পালের সিরিয়াল। কিছু দিন আগেই শুরু হয়েছে ‘রাজেশ্বরী রানি ভবানী’। দর্শকদের যে মনে ধরছে এই ধারাবাহিক, তার প্রমাণ টিআরপি তালিকাই। পর্দায় সম্প্রচারিত হওয়ার কিছু দিনের মধ্যেই এর মধ্যেই ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। প্রাপ্ত নম্বর ৬.৫। চতুর্থ নম্বরে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে যৌথ ভাবে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ও ‘পরিণীতা’। দু’টি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৬.৪।
নতুনদের মধ্যে ‘আমাদের দাদামণি’ও ভাল ফল করছে। তালিকার সপ্তম স্থানে রয়েছে এটি। প্রাপ্ত নম্বর ৫.৪। অন্য দিকে ৫.৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে ‘চিরদিনই তুমি যে আমার’। অষ্টম স্থানে ৫.৩ নম্বর রয়েছে সাহেব চট্টোপাধ্যায় এবং সুস্মিতা দের ‘কথা’।