শীর্ষে ‘পরশুরাম’ ও ‘জগদ্ধাত্রী’র লড়াই, প্রথম পাঁচে এল ‘কথা’, ছিটকে গেল কারা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সারাসপ্তাহ ধরেই ধারাবাহিকের গল্পে নতুন নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধারাবাহিকের নির্মাতা থেকে শুরু করে দর্শক, সকলেরই নজর থাকে বৃহস্পতিবারের দিকেই। কারণ এই দিনেই ধার্য হয় কোন ধারাবাহিক কতটা মনোরঞ্জন করতে পারল সপ্তাহ জুড়ে।
যেমন গত কয়েক সপ্তাহ ধরে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। যেমন অ্যাকশন, তেমনই রোম্যান্স এবং সেই সঙ্গে ধারাবাহিকের গল্পও মন ছুঁয়েছে সকলের। তবে এক্ষেত্রে কিন্তু কম যাচ্ছে না ‘জগদ্ধাত্রী’ও। দু’জনের মধ্যেই এই মুহূর্তে লড়াই তুঙ্গে। তার কারণ, এই সপ্তাহে দু’টি ধারাবাহিকই টিআরপি তালিকার প্রথম স্থানে। উভয়েরই প্রাপ্ত নম্বর ৬.৬। গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে ‘জগদ্ধাত্রী’র নম্বর।
সেই তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’ ধারাবাহিকের। এ বারে প্রাপ্ত নম্বর ৫.৯। এক সময় ‘বেঙ্গল টপার’ হয়ে ধরে রেখেছিল প্রথম স্থান। এখন তালিকায় অনেকটাই নেমে গিয়েছে এই ধারাবাহিক। একই নম্বর পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ও। বরং দ্বিতীয় স্থান দখল করেছে ‘রাঙামতী তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.২।
চতুর্থ স্থানেও এই সপ্তাহে রয়েছে দু’টি ধারাবাহিক। ৫.২ পেয়ে চতুর্থ স্থান পেয়েছে ‘গৃহপ্রবেশ’ এবং ‘চিরসখা’। অন্যদিকে প্রথম পাঁচে উঠে এসেছে ‘কথা’ এবং ‘এভি’ও। তাদের প্রাপ্ত নম্বর ৪.৯। ষষ্ঠ স্থানে একইসঙ্গে তিনটে ধারাবাহিক। ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘রোশানাই’। প্রাপ্ত নম্বর ৪.৭। সপ্তম স্থানে ‘গীতা এলএলবি’। এই সপ্তাহের নম্বর ৩.৯। ৩.৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’।