জীতু-দিতিপ্রিয়াকে পিছনে ফেলে ফের বেঙ্গল টপার ‘পরিণীতা’, প্রথম তিনেও নেই পরশুরাম

বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে একচুলও জমি ছাড়তে নারাজ জনপ্রিয় সব মেগা৷ হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কে এগিয়ে গেল, আর কে পিছিয়ে পড়ল? তা জানতে দর্শকরা প্রতি সপ্তাহেই মুখিয়ে থাকেন। কিন্তু জানেন কি এই সপ্তাহে সেরার সেরা কে?
একটা সময় বেশ কয়েক সপ্তাহ ধরে ‘পরশুরাম’-এর মাথায় উঠছিল সেরার মুকুট। পুজোর আবহে ‘পরিণীতা’ সব ধারাবাহিকে পিছনে ফেলে এগিয়ে যায়। অন্যদিকে, গত সপ্তাহে জীতু-দিতিপ্রিয়ার মেগা হয় সেরার সেরা। কিন্তু এই সপ্তাহে টিআরপি তালিকায় বড় ট্যুইস। ‘চিরদিনই তুমি যে আমার’কে জোর টক্কর দিয়ে, ‘পরিণীতা’ প্রথম স্থান ছিনিয়ে নেয়। দ্বিতীয় স্থানে জায়গা হয় ‘চিরদিনই তুমি যে আমার’-এর৷ আর সব থেকে অবাক করা বিষয় হল সেরা তিনেও নেই ‘পরশুরাম’৷
দিতিপ্রিয়া আর জীতুর রোম্যান্স এখন সবচেয়ে বড় আকর্ষণ দর্শকদের কাছে। ধারাবাহিকের কলাকুশলীদের নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও বর্তমান তা অতীত। টিআরপি তালিকায় মেগার দাপট সব কিছুকে নস্যাৎ করে দিয়েছে। দর্শকদের আরও বেশি করে টানছে ‘আর্য সিংহ রায়’-এর পরিচয় নিয়ে তৈরি হওয়া রহস্য।
৬.৯ রেটিং পেয়ে প্রথম পরিণীতা। দ্বিতীয় জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক, এই মেগার ঝুলিতে রয়েছে ৬.৬ নম্বর। তৃতীয় স্থানে ফুলকি, পেয়েছে ৬.৫ রেটিং। আর চতুর্থস্থানে পরশুরামের সঙ্গে যৌথভাবে রয়েছে জগদ্ধাত্রী। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’।
ছয় নম্বরে রয়েছে ‘আমাদের দাদামণি’। সপ্তম স্থানে আছে নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ ও ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’।’জোয়ার ভাঁটা’ রয়েছে অষ্টম স্থানে। ‘লক্ষ্মীর ঝাঁপি’ নবম ও ‘চিরসখা’ ৪.৯ রেটিং পেয়ে রয়েছে দশম স্থানে।