বিয়ের পিঁড়িতে কবে বসবেন পায়েল? ‘নিশ্চয়ই তবে …’, মাকে পাশেই নিয়ে যা বললেন নায়িকা

তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই, তা বলিউড হোক বা টলিউড। আর এই তারকাদের মধ্যে অন্যতম হলেন পায়েল সরকার। ‘আই লাভ ইউ’ ছবি দিয়ে নায়িকা হিসেবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। মূলধারার ছবির পাশাপাশি, অন্যধারার ছবিতেও সমান তালে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে তাঁর কাজের সঙ্গে সঙ্গে, নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের বেশ কৌতূহল রয়েছে। বিশেষ করে তাঁর অনুরাগীদের মনে একটা প্রশ্ন বার বার ঘোরাফেরা করতে থাকে। তা হল, নায়িকা কবে, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন? আদৌও কি বিয়ে করবেন তিনি? নাকি সারাজীবন ‘হ্যাপিলি সিঙ্গল’ বলেই কাটিয়ে দেবেন? এ বার সেই প্রসঙ্গেই মুখ খুললেন পায়েল। মাকে পাশে নিয়ে তাঁর বিয়ের পরিকল্পনার কথা ভাগ করে নিলেন নায়িকা।
আর পাঁচটা বাঙালি বাড়ির মতো নায়িকার বাড়িতেও কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হয়। আর সেখানেই পৌঁছে গিয়েছিল আডিশন। লক্ষ্মী পুজোর সন্ধ্যায় মাকে পাশে নিয়ে খোশ মেজাজে খোলামেলা আড্ডায় ধরা দেন পায়েল। কথা সূত্রে, নায়িকার বিয়ের প্রসঙ্গ উঠে আসে। অভিনেত্রীর মায়ের থেকে জানতে চাওয়া হয়, কবে মেয়ের পাশে নতুন মানুষকে দেখতে পাওয়া যাবে? প্রশ্ন শুনেই একরাশ হেসে মেয়ের কোর্টে বল ছুড়ে দেন তিনি, বলেন, “এটা ও ঠিক করবে।” তাঁর মতে এক্ষেত্রে মেয়ের উপর জোর চলবে না। সেই কথার রেশ ধরেই পায়েলের থেকে জানতে চাওয়া হয় তাঁকে জোড়ায় কবে দেখা যাবে? প্রশ্নে নায়িকা খানিক লজ্জামাখা হাসি নিয়েই বলেন, “কবে দেখতে পাবেন জানি না, নিশ্চয়ই হবে ভবিষ্যতে ।” আর এই ভবিষ্যতের তের জন্য যে, পায়েলের মা অপেক্ষায় রয়েছেন তা নিঃসন্দেহে বলাই যায়।
প্রসঙ্গত, একসময় নায়িকার সঙ্গে নাম জুড়ে ছিল টলিপাড়ার অন্যতম জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর। তবে তা বহু বছর আগের ঘটনা। রাজ এখন জমিয়ে সংসার করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বর্তমানে তাঁর দুই ছেলে-মেয়েও রয়েছে। রাজের পর পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছিল। পরিচালকের সঙ্গে ‘যমের রাজা দিল বর’ ছবিতে কাজ করেছিলেন পায়েল। তবে এর পর থেকে আর সেভাবে নিজের কোনও সম্পর্কই সামনে আসতে দেননি নায়িকা। বরং, নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গল’ বলেই বরাবর দাবি করে এসেছেন।