প্রধানমন্ত্রীকে জার্সি উপহার বিশ্বজয়ী মেয়েদের, রিচাকে সংবর্ধনার পরিকল্পনা সিএবি’র

0




বিশ্বজয়। স্বপ্নপূরণ। মেয়েদের জন্য গর্বিত দেশ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করলেন হরমনপ্রীত সহ গোটা বিশ্বজয়ী মহিলা দল। প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন স্বপ্নের ‘বিশ্বকাপ’। শুধু দেখা বা সৌজন্য বিনিময় নয়, রীতিমতো ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী।  লোক কল্যাণ মার্গে আয়োজিত এই অনুষ্ঠানে মোদী দলের প্রত্যেক সদস্যকে অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান। প্রায় দু’ঘণ্টার আলাপচারিতায়  শোনেন তাদের মুখে বিশ্বজয়ের গল্প ও মুহূর্তও। ফাইনালে আমানজোত কৌরের বিখ্যাত ক্যাচ নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, ক্যাচ ধরার সময় নিশ্চয়ই তুমি বল দেখছিলে, কিন্তু ক্যাচ ধরার পর অবশ্যই তোমার ট্রফি দেখা উচিত।  যখনই আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের  নাম উজ্জ্বল হয়েছে, ক্রীড়াবিদদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। তা সে অলিম্পিকের সাফল্য হোক বা দাবা। এ বার মহিলা বিশ্বজয়ীদের সঙ্গে দেখা করেও আরো এগিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করলেন। ভারতীয় ক্রিকেটারদের তরফে সকলের সই করা একটি জাতীয় দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।  অধিনায়ক হরমনপ্রীত কৌর এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আগের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আগেরবার যখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখন হাতে ট্রফি ছিল না। কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি।’ মোদী দেশের মেয়েদের জন্য ‘ফিট ইন্ডিয়া’ বার্তাটি এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন।
শুধু মোদীই নন, মেয়েদের যে যার ঘরের ফেরার অপেক্ষাতেই রয়েছেন সমর্থকরা। সিএবিতে রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে। ফিরলেই সংবর্ধিত হবেন রিচা। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঝুলন গোস্বামী। এমনকি বিশাল সংবর্ধনার জন্য অপেক্ষা করছে শিলিগুড়ির শহরবাসীও। রিচাকে শহর ঘোরানোর পরিকল্পনাও রয়েছে তাদের। এদিকে বিশ্বজয়ের মুহূর্তটিকে চিরকাল নিজের সঙ্গে রাখার জন্য হাতে ট্যাটু করিয়েছেন হরমনপ্রীত। নতুন ট্যাটুর সঙ্গে তিনি ছবিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। হরমনপ্রীত লেখেন, ‘আমার শরীরে এবং হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। প্রথম দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করেছি। এবার থেকে প্রত্যেক দিন সকালে তোমাকে দেখব এবং কৃতজ্ঞ থাকব।’ শুধু তাই নয়, এই জয় স্মরণীয় করে রাখতে জয়পুরে হরমনপ্রীতের মোমের মূর্তি উন্মোচিত হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *