অগ্নিদগ্ধ শিশুদের দেখে প্যানিক অ্যাটাক পরীর, হাসপাতালে ‘তিন রাত’ কতটা বিভীষিকাময়?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ছোটথেকেই আগুনে ট্রমা। নিজেও দুই সন্তানের মা পরীমণি। সদ্যই ঘটে যাওয়া বাংলাদেশে বিমানদুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিশুদের ছবি এবং তাঁদের আর্তনাদ যেন সহ্য করতে পারছিলেন না অভিনেত্রী। অসুস্থ হয়ে পড়েছিলেন। ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন এই কথা। জানা যায়, আচমকা বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ। তবে হাসপাতালে কাটানো তিন রাত যেন বিভীষিকাময় তাঁর কাছে। ভাগ করে নিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও।
একটি ভিডিয়ো ভাগ করে নেন পরী। যেখানে দেখা যায় তাঁর ছোট্ট পদ্ম খেলছে একটি স্টেথোস্কোপ দিয়ে। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্যানিক অ্যাটাক মোটেও কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কী ভাবে পার করছি আমি শুধু জানি।’
যদিও সেই সময় অত্যন্ত যত্নের সঙ্গে পরীমণিকে সুস্থ করে তোলেন চিকিৎসকরা। অভিনেত্রী তার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁদের।

পরী জানান, তিনি অসুস্থ থাকলেও তাঁর মন পড়ে তাঁর দুই সন্তানের কাছেই। একজন ‘অভিনেত্রী’ হওয়ার আগেও তিনি একজন মা। তাঁর সন্তানের জন্যেই পরীর সুস্থ হয়ে ওঠা। তিনি লেখেন, ‘আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে ! আমি জানি না…আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভাল থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’