পুজোর পরেই টিআরপি উলটপালট! পরিণীতাকে পিছনে ফেলে শীর্ষে জীতু-দিতিপ্রিয়ার ‘চিরদিনই তুমি যে আমার’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজো পরের সপ্তাহ মানেই নতুন শুরু। ঠিক তেমনই বদলে গেল ছোটপর্দার মানচিত্রও। টিআরপি তালিকায় এক ঝটকায় উলটে গেল গত কয়েক সপ্তাহের গতি।
যে ধারাবাহিক এত দিন ধরে শীর্ষে ছিল, সেই ‘পরশুরাম আজকের নায়ক’ এ বার পাঁচের বাইরেই। জায়গা দখল করেছে নতুন জুটি—অপর্ণা আর আর্য। ‘চিরদিনই তুমি যে আমার’ এই সপ্তাহে ৬.১ রেটিং পেয়ে প্রথম স্থানে। দর্শক মুগ্ধ, গল্পের মোচড়ে জিতেছে হৃদয়।
এই গল্পের বাড়তি আকর্ষণ বোধহয় দিতিপ্রিয়া রায়-এর ফিরে আসা। সেই ‘করুণাময়ী রাণী রাসমণি’-র লম্বা সফরের শেষে, প্রায় তিন বছর ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তারপর আট মাসের মাথায় ফিরেই আবার বাজিমাত! সঙ্গে জীতু কমল-এর মতো অভিনেতার সমীকরণ, যা টিআরপি-র অঙ্ক বদলে দিল।
প্রথম পাঁচের খেলায় একসময় একচেটিয়া রাজত্ব ছিল স্টার জলসার। এই সপ্তাহে সেই ধারায় কিছুটা ছেদ পড়েছে। পঞ্চম স্থানে একমাত্র টিকে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। আর বাকি সব স্থানই দখল করেছে জি বাংলার ধারাবাহিকগুলি।
প্রথম পাঁচের দৌড়ে এবারও নজর কাড়ল ‘জোয়ার ভাটা’। টানটান গল্পে রেটিংয়ের ঢেউ সামলালেও, আগের সপ্তাহের তুলনায় সামান্য পিছিয়ে গিয়ে চতুর্থ স্থানে থামল ধারাবাহিকটি। দর্শক ধরে রাখলেও, নতুন শো-র দাপটে সামনের তিনে ফেরা বেশ কঠিন হয়ে উঠেছে।
অন্য দিকে, ‘কথা’ গত সপ্তাহে যে উত্থানের ইঙ্গিত দিয়েছিল, এই সপ্তাহে এসে যেন একটু থমকাল। স্থিতিশীল দর্শকসংখ্যা বজায় থাকলেও, টিআরপি চার্টে নামল এক ধাপ নিচে—তবু গল্পের টান ও কেন্দ্রীয় চরিত্রের আবেগ এখনই সিরিয়ালটিকে লড়াইয়ের বাইরে ফেলছে না।
দ্বিতীয় স্থানে উঠে এসেছে রায়ান ও পারুলের গল্প ‘পরিণীতা’, ৫.৯ নম্বর নিয়ে। ধীরে ধীরে আবার প্রথম সারির দিকে ফিরছে এই ধারাবাহিক। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, খুব তাড়াতাড়ি নাকি শেষের পথে ‘জগদ্ধাত্রী’। তবে সেই গুঞ্জনকে তোয়াক্কা না করে, ৫.৫ নম্বর নিয়ে এই সপ্তাহে তারা ধরে রেখেছে তৃতীয় স্থান। আর তাদের ঠিক পরেই, ৫.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’।
টিআরপি-র এই উত্থান-পতন বলে দেয়, গল্পের আকর্ষণ আর অভিনেতা-অভিনেত্রীর রসায়নই শেষ কথা। পুরনোদের বিদায়, নতুনদের আগমন…এভাবেই চলতে থাকে ছোটপর্দার এনটারটেন্টমেন্টের চাকা। দর্শক কোন গল্পে মজে, সেটাই এই চার্টে প্রতি সপ্তাহে স্পষ্ট হয়ে যায়।