রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার নিলেন শ্রীজেশ-অশ্বিন

0

স্পোর্টস ডেস্ক: সোমবার রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণ করলেন কিংবদন্তি হকি খেলোয়াড় পিআর শ্রীজেশ ও ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এবারে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন শ্রীজেশ। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। উল্লেখ্য, গত বছর হকি থেকে অবসর গ্রহণ করেন শ্রীজেশ।অলিম্পিক্স-সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তাঁর ক্যাবিনেটে। তবে তিনি তাঁর স্টিক পুরোপুরি তুলে রেখেছেন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর।

এর আগে তিনি টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন।চলতি বছরের শুরুতেই প্রজাতন্ত্র দিবসের দিন কেন্দ্র পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল। পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম ছিল রবিচন্দ্রন অশ্বিনের। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন অশ্বিনের পরনে ছিল নীল রঙের কোর্ট। এই অনুষ্ঠানে অশ্বিনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভারতীয় ফুটবলের কালো হরিণ বলে পরিচিত আইএম বিজয়নও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২২ বছর আগে।

এরপর বিজয়নকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হল। প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং প্যারিস প্যারালিম্পিকসে সোনা জেতেন। তাঁর হাতেও এদিন পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয়। পুরস্কার পান প্যার অ্যাথলেটিক্স কোচ ও প্রাক্তন কুস্তিগীর সত্যপাল সিংও। প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিয়মমাফিকভাবে ঘোষিত হয়েছিল পদ্ম সম্মান প্রাপকদের নাম। সেই তালিকায় ছিলেন মোট ১৩৯ জন। ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সব বিভাগ থেকেই বিশেষ বিশেষ ব্যক্তিদের সম্মানিত করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *