স্বপ্নপূরণ প্রতিকারও! জয় শাহের উদ্যোগেই বিশ্বজয়ের পদক পাচ্ছেন চোটে ছিটকে যাওয়া ব্যাটার
বিশ্বজয় করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময়ই পদক ঝুলতে দেখা গিয়েছিল প্রতিকা রাওয়ালের গলায়।কিন্তু জানা গিয়েছিল, সে পদক তাঁর নয়, অমনজ্যোত কৌর তাঁকে দিয়েছিলেন। সতীর্থের প্রতি সৌজন্য। কিন্তু যে মেয়ে ভারতকে সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল, যে মেয়ে গ্রুপপর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল, সে কেন সত্যি সত্যি পাবে না বিশ্বজয়ের পদক! চোটের কারণ ছিটকে যাওয়ায় আক্ষেপটা ছিলই প্রতিকার। সেটাই স্বাভাবিক। এ বার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর। উদ্যোগ নিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল প্রতীকাকে মেডেল দেওয়ার জন্য। অবশেষে তাঁর জন্য নিয়মে কিছুটা বদল আনল আইসিসি।

সৌজন্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতীকা বলেন, ‘জয় শাহ আমাদের ম্যানেজারকে মেসেজ করেছেন। জানিয়েছেন প্রতীকা মেডেল পাচ্ছে, সেই হিসেবে ব্যবস্থা নিতে। জয় শাহ আইসিসি-কে জানিয়েছেন মেডেল দিতে। আমার কাছে আসতে কিছুটা সময় লাগবে। অবশেষে আমি আমার নিজের পদক পাব। আমি যখন অন্যের পদক দেখি তখন আমার চোখে জল চলে এসেছিল। এই মেডেলের পিছনে অনেক লড়াই রয়েছে আমাদের।’ ফলে, কয়েক দিনের মধ্যেই প্রতীকা হাতে পাবেন বিশ্বজয়ের পদক।

লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন প্রতীকা। তাঁর গোড়ালি ঘুরে যায়। সেই চোটের জন্য সেমিফাইনালের আগে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্ত হিসাবে ভারতীয় দলে আসেন শেফালি বর্মা। হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের সেলিব্রেশনে সামিল হলেও প্রতিকাকে গত ২ নভেম্বর রাতে সোনার পদক দেওয়া হয়নি। কারণ তিনি শেষপর্যন্ত ১৫জনের দলে নথিভুক্ত ছিলেন না।
বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সি ওপেনার। ৫১.৩৩ গড়ে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরিতে বিশ্বকাপের ৬ ইনিংসে প্রতিকার রান ৩০৮।তিনি এবারের টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ১২২ রান। পরবর্তীতে কোচ, সতীর্থদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতপর্বেও অংশ নিয়েছিলেন প্রতিকা ৷ নয়াদিল্লির বাসভবনে চোটগ্রস্ত ভারতীয় ব্যাটারের হাতে মিষ্টি তুলে দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
