সমুদ্রতটে প্রিয়াঙ্কার জন্মদিনযাপন! ৪৩-এ পা দিয়ে বুঝলেন, ‘পরিবারই সেরা আশীর্বাদ’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভালবাসাই সব—এই কথা যেন আরও একবার প্রমাণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ১৮ জুলাই, শুক্রবার ৪৩-এ পা দিলেন এই বিশ্ব তারকা, প্রাক্তন মিস ওয়ার্ল্ড। একাধারে অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক। জন্মদিনে ঝলমলে কোনও রেড কার্পেট নয়, বরং কাছের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ ছুটি কাটানোতেই আনন্দ খুঁজলেন ‘দেশি গার্ল’।

ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যেখানে ধরা পড়েছে তাঁর জন্মদিনের খুশির মুহূর্তগুলি। কখনও সমুদ্রতটে হলুদ বিকিনিতে হাসিমুখে, কখনও নিক জোনাসের সঙ্গে আলিঙ্গনে, আবার কখনও ছোট্ট মেয়ে মালতির সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। পরিবারকে ঘিরেই যেন তাঁর জীবনের পরিপূর্ণতা। ভিডিওতে আরও দেখা যায় তাঁরা প্রাণীদের আদর করছেন, সমুদ্রে জল ছিটিয়ে খেলছেন—সব মিলিয়ে নিখাদ এক ঘরোয়া আনন্দের দৃশ্যপট।

ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন,
‘আরও একটা বছরকে স্বাগত জানানোর পালা। তার আগে জন্মদিনের সন্ধ্যায়, আমি এইটুকু শুধু বলতে পারি যে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করি, বিশ্বব্রহ্মাণ্ড যেন আমাকে আগলে রেখেছে। আমার পরিবারই আমার সবচেয়ে বড় আশীর্বাদ, সঙ্গে দুনিয়াজোড়া শুভানুধ্যায়ী। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা নিয়ে আমি ৪৩-এ পা রাখছি।’

এই পোস্টের পরই উপচে পড়েছে শুভেচ্ছার বন্যা। সোহা আলি খান লিখেছেন, ‘শুভ জন্মদিন!’ সাংবাদিক বরখা দত্তর বার্তা—‘শুভ জন্মদিন প্রিয় পিসি, এই বছরটি তোমার সেরা বছর হোক।’
ভক্তদের আবেগও ছিল চোখে পড়ার মতো। এক জন লিখেছেন, ‘শুভ জন্মদিন, কুইন প্রিয়াঙ্কা। তোমার মতো কেউ নেই। আমরা তোমাকে চিরকাল ভালবাসব।’

আরও এক জনের মন্তব্য—‘তুমি যা আশীর্বাদ পেয়েছ, সেই সব কিছুরই যোগ্য তুমি। অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা রইল।’

কিন্তু শুধু ব্যক্তিগত জীবনেই নয়, নিজের পেশাগত জীবনকেও সমাজভাবে সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘অ্যামাজন প্রাইম ভিডিও’র অ্যাকশন-কমেডি ‘হেডস অফ স্টেট’-এ, জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে। সেখানে তিনি এমআই৬ এজেন্ট নোয়েল বিসেট-এর ভূমিকায় অভিনয় করেছেন।
এরপর তাঁর ঝুলিতে রয়েছে আরও বড় প্রোজেক্ট—‘দ্য ব্লাফ’, যেখানে তিনি অভিনয় করছেন ১৯ শতকের এক ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে। পাশাপাশি, রিচার্ড ম্যাডেনের সঙ্গে আন্তর্জাতিক স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর সিজন ২-এর অপেক্ষায় রয়েছেন দর্শক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *