আন্তর্জাতিক মঞ্চে ‘অপমানিত’ প্রিয়াঙ্কা! আয়োজকদের ‘ভুল’-এরই কি মাশুল গুনতে হল নায়িকাকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে কান উৎসবের আমেজে মেতে রয়েছেন বলিতারকারা। যদিও সেদিক থেকে কিছুটা অন্য পথে প্রিয়াঙ্কা চোপড়া। কানের মঞ্চে গরহাজির তিনি। বরং একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে দেখা মিলল ‘দেশিগার্ল’-এর। আর সেখানেই ‘অপমানিত’ হতে হল তাঁকে!
আয়োজকদের ‘ত্রুটি’রই কি মাশুল গুনতে হল প্রিয়াঙ্কাকে? কী ভুল হল তাঁদের পক্ষ থেকে? বিষয়টা খোলসা করেই বলা যাক। সোমবার ইতালির সিসিলি দ্বীপে একটি হিরের গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ‘প্রাক্তন বিশ্বসুন্দরী’। উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির খ্যাতনামা সব তারকা। সকলের সঙ্গে জমজমাট একটা সন্ধ্যা। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রিয়াঙ্কা ভাগ করে নিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতাতেও।

টেবিলে সাজানো লোভনীয় সমস্ত পদ। চোখ ধাঁধানো সাজসজ্জা। তবে সেই সব কিছুর বাইরে গিয়ে অনুরাগীদের নজর গেল অন্য দিকে। একটি অপ্রত্যাশিত ‘ত্রুটি’ লক্ষ করলেন প্রিয়াঙ্কার অনুরাগীরা। প্রিয়ঙ্কার শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, নৈশভোজের সময়ের একটি ছবিতে নায়িকার প্লেস কার্ডে নামের বানান ভুল লেখা। প্রিয়াঙ্কার নামের বানান সেখানে লেখা, ‘পি-আর-ওয়াই-আই-এ-এন-কে-এ’। যা আসলে হওয়া উচিত, ‘পি-আর-আই-ওয়াই-এ-এন-কে-এ’। বোঝেই যাচ্ছে, এই ত্রুটি একেবারেই অপ্রত্যাশিত। যদিও তা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল।