পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা অক্ষয়ের, মুখ খুললেন প্রিয়দর্শনও

0



পর্দায় হেরাফেরির ‘বাবুরাও’ এবং ‘রাজুর’ খিটিমিটি দেখতেই অভ্যস্ত সিনেপ্রেমীরা। কিন্তু তাঁদের অম্ল-মধুর সম্পর্কে এ বার চিড়। ‘হেরাফেরি ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোয় পরেশ রাওয়ালের বিরুদ্ধে  ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছেন অক্ষয় কুমার। শোনা যাচ্ছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে পরেশকে ইতিমধ্যে আইনি নোটিস পাঠানো হয়েছে।  পুরো বিষয়ে মুখ খুলেছেন পরিচালক প্রিয়দর্শনও। তাঁর কথায় ‘আমি খুব কষ্ট পেয়েছি। পরেশ রাওয়াল আমাকে কোনও ব্যাখ্যা দেননি। আমি অক্ষয়ের জন্যই ছবিটা করতে রাজি হয়েছিলাম। প্রযোজক হিসেবে অক্ষয়ের মামলা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। ‘


২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় ‘হেরা ফেরি’।  যেখানে প্রথমবার দর্শকের পরিচয় হয় বাবুরাও , রাজু ও শ্যামের সঙ্গে। ৬ বছর পর ফের মুক্তি পায়  ‘ফির হেরা ফেরি’। তারপর থেকেই আরো একবার পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, সুনীল শেট্টির কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক। সেই অসাধ্য সাধন করতে প্রথম পদক্ষেপ করেছিলেন মিস্টার খিলাড়ি। প্রযোজনার ভার নিজের কাঁধে তুলে নিয়ে রাজি করিয়েছিলেন প্রিয়দর্শনকে। একটি ছোট অংশের শুটিংও করেছিল পুরো টিম। শোনা গেছিল পরেশ রাওয়ালকে রাজি করাতে তিন গুণ বেশি পারিশ্রমিকও দিচ্ছিলেন অক্ষয়। কিন্তু সম্প্রতি পরেশ রাওয়াল আচমকা ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোয় অক্ষয়ের মাথায় বাজ ভেঙে পড়েছে ।

আর তাই অপেশাদারি আচরণ ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা। পরেশ রাওয়াল- এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ অবশ্য নতুন নয় । এর আগেও ‘বিল্লু বারবার’ ও ‘ওহ মাই গড ২’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন অভিনেতা। তবে কোনও সহ অভিনেতার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছেন অক্ষয় , এমনটা কখনও হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *