‘স্বার্থপরে এক অন্য কোয়েল, চোখ ভিজে আছে এখনও…’ স্বার্থপর দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ-রাজ

0

ভাইফোঁটার ঠিক আগেরদিনই মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মসের নতুন ছবি ‘স্বার্থপর’। ভাই-বোনের সর্ম্পকের টানাপোড়েনের গল্পই যেন ফুটে উঠেছে এই ছবিতে। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী।

শুক্রবার রাতে ‘স্বার্থপর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,নুসরত-যশ, চঞ্চল চৌধুরী সহ টলিউডের আরও তারকারা। কোয়েলের নিমন্ত্রণে এদিন স্ত্রী শুভশ্রীকে ছাড়া একাই এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও

ছবি শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন ‘রঞ্জিত দা বাংলা সিনেমার ইতিহাস , আর কোয়েল বহু সিনেমায় অভিনয় করলেও ‘স্বার্থপর’-এ এক অন্য কোয়েলকে দেখবেন দর্শক। আডিশনকে নুসরত-যশ জানান কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের দারুণ কামব্যাক-এর জন্যই দেখা উচিত এই ছবি।

সিনেমা শেষে রাজ চক্রবর্তী জানান, কোয়েলের অন্যতম ভাল ছবি এটি, এবং ‘অর্ধাঙ্গিনী’-র ট্রেলারের পর একমাত্র ‘স্বার্থপর’-এর ট্রেলার তাঁর মন ছুঁয়েছে।

পরে তিনি সমাজমাধ্যমে আরও লেখেন “স্বার্থপর’ দেখলাম, চোখ এখনও ভিজে আছে । অনবদ্য পরিচালনা, স্ক্রিপ্ট, ক্যামেরা, এডিট”। অভিনেত্রী কোয়েলের প্রশংসাও করেছেন তিনি । তিনি আরও লেখেন ‘কোয়েল নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটিকে প্রাণ দিয়েছে, তাঁর সঙ্গে কৌশিক সেনের অনবদ্য সঙ্গত ‘। প্রশংসা করেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীরও ।

যদিও ছবিটি মুক্তির ৩ দিনে খুব বেশি সাফল্য পায়নি, বক্সঅফিসে আয় হয়েছে ২০ লক্ষের বেশি। উইকেন্ডে বক্সঅফিসে অঙ্কটা কি বদলাবে? স্ক্রিনিং শেষে অন্তত শ্রী ইঙ্গিতই মিলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *