সৌরভের ছবি দেখলেন প্রসেনজিৎ, জীবনের ‘অঙ্ক কতটা কঠিন’ অভিনেতার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নামজাদা তারকা-সহ বিগ বাজেটের ছবির ভিড়ে সৌরভ পালোধি পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ইতিমধ্যেই চর্চায়। এমনকি এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং। কোনও প্রিমিয়ারের আমন্ত্রিত অতিথি হিসেবে নয়, দর্শক হিসেবেই গিয়েছিলেন ছবিটি দেখতে। হল থেকে বেড়িয়ে একটি দারুণ প্রতিক্রিয়াই মিলিল তাঁর থেকে। ছবি থেকে জীবনের ‘অঙ্ক’ কতটা সহজ হয়ে উঠল?
প্রসেনজিতের সহজ জবাব, “জীবনের অঙ্ক সহজ হল কি না জানিনা, তবে মনটা সহজ হয়ে উঠল। খুব হালকা লাগছে। কিছু কাজ দেখে আমাদের চোখে জল থাকলেও মনে আনন্দ থাকে। ছবিটার শেষ দৃশ্যে আমারও চোখ ভিজেছে। অথচ গোটা ছবি জুড়ে মন খুলে হেসেছি।”
জীবনের ‘অঙ্ক’ কতটা কঠিন মনে হয় অভিনেতার? তিনি বলেন, “জীবনের অঙ্ক সবচেয়ে কঠিন। বিশেষ করে আমাদের মতো মানুষ, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমারা সকলেই জীবনের অঙ্ক মেলাতে চাই। কিন্তু অঙ্ক এমনই জিনিস যে যতই মেলানোর চেষ্টা করা হোক না কেন, কোথাও গিয়ে যোগ-বিয়োগে ভুল হবেই। সঠিক অঙ্ক খুব একটা মেলে না।”