কোনও দূরত্বই নয়! জন্মদিনে বোন পল্লবীর গালে আদুরে চুমুর ছবি, শুভেচ্ছা দাদা প্রসেনজিতের

0

বোনের জন্মদিন বলে কথা! হাজার ব্যস্ততার মাঝে দাদা শুভেচ্ছা জানাবে না, তা কি হয়! বাংলা ছবির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের বৃহস্পতিবার জন্মদিন। দেখতে দেখতে ৬০ পূর্ণ করলেন পল্লবী। বোনের এই বিশেষ দিনে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বড় পর্দার ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোন পল্লবীর জন্মদিনে আদুরে পোস্টই করেছেন সবায়ের প্রিয় বুম্বাদা।

যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে হাসি মুখে পল্লবীর গালে চুমু খাচ্ছেন প্রসেনজিৎ । আর দাদার গলা আঁকড়ে আছে বোন। লাল হৃদয়ের ইমোজি সহকারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে  প্রসেনজিৎ লেখেন, ‘শুভ জন্মদিন!  তুই আমার জীবনের শক্তি, আমার গর্ব। তোর প্রতিটা দিন ভরে উঠুক হাসি, ভালবাসা আর সুন্দর মুহূর্তে। ঈশ্বর তোকে দিন অন্তহীন সুখ আর সুস্থতা। অনেক ভালবাসা রইল তোর জন্য।’ শুধু তিনি নন, পল্লবী চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন অনুরাগীরাও।

তারকা পরিবারের সন্তান পল্লবী। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে পল্লবী, আর সঙ্গে ৩ বছরের বড় দাদা প্রসেনজিৎ।  যদিও তাঁদের ছোটবেলাটা আর পাঁচজন তারকাসন্তানের মতো ছিল না।  স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং দুই নাবালক সন্তানকে ছেড়ে মুম্বইতে দ্বিতীয় সংসার পাতেন বিশ্বজিৎ। পরে অবশ্য ছেলেমেয়ের সঙ্গে দূরত্ব ঘুচেও যায়। সমাজ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন ইন্ডাস্ট্রির বুম্বাদা। প্রায়ই শুটিং সেট থেকে নিজের ছবি বা ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তবে এ বার ভাইফোঁটায় বোনের সঙ্গে ছবি দেখা যায়নি। তা নিয়েই শুরু হল পল্লবী-প্রসেনজিতের দূরত্বের জল্পনা। জানা গিয়েছিলেন, ভাইফোঁটার দিন প্রসেনজিৎ কলকাতায় থাকলেও, পল্লবী ছিলেন মুম্বইতে। তবে ভাই-বোনের দূরত্ব যে শুধুই জল্পনা, তা প্রসেনজিৎ-এর মিষ্টি আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *