২ বছর পর একফ্রেমে রাঘব-পরিণীতি, কিন্তু হঠাৎ কী হল? শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন দু’জনে!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। ২০২৪ সালে রাজনীতি আর গ্ল্যামারের বন্ধনে বাঁধা পড়েছিলেন এই দুই জগতের মানুষ। বিয়ের পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। তবে দু’বছর কেটে যাওয়ার পর প্রথমবারের জন্য একসঙ্গে হাজির হওয়ার কথা ছিল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে। স্টার-স্টাডেড সেই শো-তে তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে এক বড় চমক হতে পারত।

কিন্তু মাঝপথেই সব বদলে গেল। আচমকা শুটিং বন্ধ। হঠাৎই কাপিল শর্মার সেট থেকে বেরিয়ে যাচ্ছেন পরিণীতি আর রাঘব, একেবারে তড়িঘড়ি। কেউ কিছু বলছে না, প্রোডাকশনও চুপ। তাহলে কী এমন ঘটল হঠাৎ?

পরে জানা যায় , সেটেই উপস্থিত ছিলেন রাঘবের মা। আর সেখানেই আচমকা কাঁপুনি দিয়ে শরীর খারাপ হয়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পর আর শুটিং এগোয়নি।
প্রোডাকশন সূত্রে খবর, আপাতত রি-শুটের পরিকল্পনা চলছে। কিন্তু সেই ‘প্রথমবারের ম্যাজিক’—তা কি আর ফিরে আসে? তবে রাঘবের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি।

যদি সব ঠিকঠাক চলত, তবে সালমান খান, অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, অনুরাগ বসু, সারাহ আলি খান, বিজয় বর্মা, জিতু কুমার কিংবা ম্রুনাল ঠাকুরদের পর এবার এই দম্পতিও হয়ে যেতেন ‘কাপিল শো’র স্মরণীয় জুটিদের তালিকায়।

অন্যদিকে, সিনেমা থেকে দূরে থাকলেও একেবারে পিছিয়ে নেই পরিণীতি। ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’-র পর তাঁর হাতে রয়েছে এক বড়ো ওটিটি প্রজেক্ট। টাহির রাজ ভাসিন, জেনিফার উইঙ্গেট, সুমিত ভ্য্যাসদের সঙ্গে সেই নতুন সিরিজের কাজ ইতিমধ্যেই শেষ। এখন শুধু অপেক্ষা—নাম ঘোষণার আর মুক্তির দিনের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *