রহিম আলির প্রথম আন্তর্জাতিক গোলেই মান বাঁচল ভারতের, সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দায়িত্ব নিয়েই কাফা নেশনস কাপে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন খালিদ জামিল। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সে স্বপ্ন এখনই অনেকটা ফিকে। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। শেষলগ্নে ভারতের লজ্জা-মান বাঁচিয়ে গোল করে সমতা ফেরান ব্যারাকপুরের ছেলে রহিম আলি। তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক গোলেই ভারত শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করতে পারল ভারত। এই ম্যাচ ছিল ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। ড্র করার কারণে অনেকটাই চাপে পড়ল ব্লু টাইগার্সরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের অঙ্ক জটিল হল ভারতের জন্য। ৩ ম্যাচে আপাতত ভারতের সংগ্রহ ২ পয়েন্ট। সিঙ্গাপুরের ৩ ম্যাচে পয়েন্ট পাঁচ। নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে ভারতকে। পাশাপাশি অন্যদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

মূলত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরু থেকেই খারাপ খেলছে ভারত। এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। তবে হংকং-এর কাছে হারতে হয়েছে। তবু এদিন মরিয়া চেষ্টা দেখা গেল না খালিদ জামিলের ছেলেদের। প্রথম থেকেই যেন চাপে ছিলেন সন্দেশ ঝিঙ্ঘান ও লিস্টন কোলাসোরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঠে দাপট দেখায় সিঙ্গাপুর। যদিও গোল পেতে সিঙ্গাপুরকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের সংযুক্ত সময় পর্যন্ত। ওই মাঝমাঠ থেকে বাড়ানো তেমনই একটি বলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে যান সিঙ্গাপুরের ফান্দি। এরপর ঘুরে দাঁড়ানোর জায়গায়, দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সন্দেশ ঝিঙ্ঘানকে। ফলে দশ জনের ভারতীয় দল বেশ চাপেই পড়ে যায়। একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ আর জেতা হবে না সুনীল ছেত্রীদের। কিন্তু একেবারে খেলার শেষ মুহুর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে গোল করেন ভারতের রহিম আলি। ভারতের যে ক্ষীণ আশাটুকু রয়েছে, তাতে দলকে কীভাবে উজ্জীবিত করতে পারেন খালিদ জামিল, তাই এখন দেখার।