প্রথম সন্তান আয়রাতেই খুশি প্রীতি, কিন্তু রাহুলের চাই ‘কার্তিক’, কী ভাবনা দম্পতির?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকা জুটি প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের জীবন আলো করে এসেছে ছোট্ট আয়রা। এ বার পুজোয় এই তারকা সন্তানের ছিল দ্বিতীয় বছর। কিন্তু উৎসবের মেজাজ, আর মায়ের স্নেহ যেন এই দ্বিতীয় পুজোকেও প্রথমের মতোই স্পেশাল করে তুলল।

দশমীর দিনে মা-মেয়ের সাজ! প্রীতি জানালেন, বাঙালি ও ভারতীয় নারীদের ঐতিহ্য আর সবথেকে সুন্দর পোশাক হলো শাড়ি। দুর্গা দশমীতে তাই সাদা-লাল শাড়ি ছাড়া আর কী-ই বা মানায়! তাই নিজেও সেজেছেন, আর আয়রাকেও সেই পোশাকে সাজিয়ে তুলেছেন। ছোট্ট আয়রা যখন শাড়িতে সেজেছে, তখন সেই দৃশ্য চোখ জুড়ানো।

মিষ্টি রসিকতা করে প্রীতি বললেন, “রাহুলকে পাঞ্জাবি পড়লে খুব সুন্দর দেখায়।” অন্যদিকে মেয়ে আয়রার জন্য পূর্ব-পরিকল্পিত কিছু জামা সময় মতো তৈরি হয়ে না আশার কষ্টে রাহুলের এই পুজোয় নাকি নতুন জামা হয়নি! প্রীতির কাছে মিষ্টি করে সেই দাবি পেশ করলেন নিজেই। সম্পর্কের এই খুনসুটিই তো অনুরাগীদের সবচেয়ে প্রিয়।

এই নতুন মানুষটির জন্য মা দুর্গার কাছে কী চাইলেন প্রীতি? অভিনেত্রী জানালেন, আয়রাই হল তাঁদের সবকিছু। দিন-রাত শুধু প্রার্থনা, “সে ভাল থাকুক, সুস্থ থাকুক। সে এসে আমাদেরকে পরিপূর্ণ করেছে। সে সব থেকে বেশি ‘স্পেশাল’। মা আমাকে ওকে দিয়েছে, এটার জন্য আমি ধন্য!”

দ্বিতীয় সন্তান আসার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, রাহুল কিন্তু নিজের ইচ্ছের কথা জানাতে কসুর করেননি। তিনি খোলাখুলি জানিয়েছেন, তাঁর ‘কার্তিকে’র দাবি। তাঁর মতে, দুটো বাচ্চা থাকলে তারা নিজের মতো করে হেসে, খেলে, মারপিঠ করে দিন কাটাতে পারবে, আর তাই তাঁর দুটো বাচ্চার বাবা হওয়ার ইচ্ছে আছে। কিন্তু প্রীতির কাছে আয়রাই যেন তাঁর কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মা দুর্গা, সব! তাই এখুনি দ্বিতীয় সন্তান নিয়ে কিছু বলতে নারাজ তারকা দম্পতি। তবে এই তারকা জুটির অনুরাগীরা কিন্তু নতুন সুখবরের অপেক্ষায় মুখিয়ে আছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *