‘দেব-শুভশ্রী পছন্দের জুটি’, স্ত্রীকে পাশে নিয়ে রাজ বললেন, ‘ধূমকেতুর অপেক্ষায় আছি’
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
“‘ধূমকেতু’ কি আদৌ মুক্তি পাবে?”- এই প্রশ্ন এখন অতীত। সদলবলে ছবি প্রচারে মাঠে নেমে পড়েছেন দেব। থেমে নেই ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। যাবতীয় জট কাটিয়ে অবশেষে আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। যার অপেক্ষায় রয়েছেন স্বয়ং রাজ চক্রবর্তীও। সর্বসমক্ষে নিজেই জানালেন পরিচালক।
প্রায় এক দশক পার। ছবিটি ‘ক্যানবন্দি’। প্রায় দশ বছরে বদলেছে অনেক কিছুই। দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ কারও কাছেই অজানা নয়। তবে এই মুহূর্তে দু’জনেই মন দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনে। দুই সন্তানকে নিয়ে পরিচালক রাজের সঙ্গে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই দক্ষতার সঙ্গে অভিনয়ও করে চলেছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের প্রেমচর্চায় আর রাখঢাক নেই বললেই চলে। এত বছর পর পর্দায় ফের দেব-শুভশ্রীর রসায়ন। যা দেখতে মুখিয়ে রয়েছেন রাজ।
সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ছবির সাকসেস পার্টিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ। সেখানেই শুভশ্রীকে পাশে নিয়ে তিনি বলেন, “অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের বানানো একটা ছবি। যেখানে দেব আসছে, শুভশ্রী আছে। আমাদের সবারই খুব পছন্দের একটা জুটি। আমার মনে হয় এই ছবিটার জন্য সবাই অপেক্ষা করে আছেন। আমিও দর্শকদের মতোই অপেক্ষায় রয়েছি ‘ধূমকেতু’ সকলের ভাল লাগবে, সেটা দেখার জন্যেই।”
ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির একাধিক ঝলক। ‘গানে গানে’ গানটি এই এখন যেন ঘুরছে শ্রোতাদের মুখে মুখে। এই ছবির হাত ধরেই দর্শক আবারও ফিরে পেতে চলেছেন দেব এবং শুভশ্রীর জুটিকে। সম্ভবত এটাই তাঁদের শেষ ছবি হতে চলেছে। তাই চলতি বছরের আগস্ট মাসকে ঘিরে এই মুহূর্তে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে।