উচ্চমাধ্যমিকে সেকেন্ড ডিভিশন! ‘সবাই বলেছি এ ছেলের কিছু হবে না’, কী ‘জবাব’ দিলেন রাজা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০০৯ সাল থেকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা রাজা গোস্বামী।  ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবন শুরু। পর জীবনসঙ্গিনী বানিয়েছেন সেই ধারাবাহিকেরই সহ অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। ২০১৬ সালে বিয়ে হয় তারকাজুটির। এখন তাঁরা এক পুত্রসন্তানের বাবা-মা। নিজেদের মতো করেই গুছিয়েছেন নিজেদের কর্মজীবন। এই মুহূর্তে ধারাবাহিক থেকে দূরে থাকলেও ভ্লগিংয়ে সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি মধুবনীর মাতৃত্ব নিয়ে পোস্ট ঘিরে শুরু হয়েছিল সমালোচনা। জয়াবে অভিনেত্রী জানিয়েছিলেন, পুত্র কেশবের জন্মানোর আগেই আর্থিক পরিস্থিতি সচ্ছল করে রেখেছেন তাঁরা।

বুধবার, রাজা গোস্বামীর পোস্ট ঘিরেও শুরু হল নতুন করে আলোচনা। মাধ্যমিকে তিনি ‘স্টার’ পেলেও উচ্চমাধ্যমিকে আশানরূপ ফল করতে পারেননি তিনি। রাজা তাঁর সমাজমাধ্যমের পাতায় লেখেন, “উচ্চমাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম তখন আত্মীয় পরিজন, পাড়া-প্রতিবেশী সবাই বলেছিল ‘এ ছেলের আর কিছু হবে না, গোল্লায় গেছে’, আজকের তারিখে ইশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে একটা নয়, দু’টো নয়, তিনটে নয়, যাকগে কতগুলি ফ্ল্যাট আমাদের, নাই বা বললাম।”

তিনি আরও বলেন, ‘শুধু এটুকু বলি, তাঁরা বুঝতে পারেননি স্কুলের পরীক্ষার রেজাল্ট আর জীবনের পরীক্ষার রেজাল্ট সব সময় নাও মিলতে পারে। এক আর এক, দুই না হয়ে কখনও কখনও ১১ও হয়। জীবনে কখনও কখনও লজিক নয়, ম্যাজিক কাজ করে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *