বেবি অন দ্য ওয়ে! বিয়ের চার বছরের মাথায় বাবা-মা হতে চলেছেন রাজকুমার-পত্রলেখা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজকুমার রাও ও পত্রলেখার জীবনে আসছে নতুন অতিথি। এক যুগের প্রেম, তিন বছরের দাম্পত্যের পর এবার বাবা-মা হতে চলেছেন তাঁরা। ইনস্টাগ্রামে সুখবর ভাগ করে নিলেন এই তারকা জুটি।

পোস্টে দেখা গেল ফুলে-পাতায় মোড়া একটি দোলনার ছবি, যার তলায় লেখা—‘বেবি অন দ্য ওয়ে’। ক্যাপশনে একমাত্র শব্দ—‘পুলকিত’। আবেগ সংযত, কিন্তু অনুভব গভীর। খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছার ঢল। পরিচালক ফারাহ খান মন্তব্য করেছেন, ‘অবশেষে খবরটা প্রকাশ্যে এল! গোপন রাখা ভীষণ কঠিন হচ্ছিল।’ অভিনন্দন জানিয়েছেন নেহা ধুপিয়া, সোনম কাপুর, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, ঈশা গুপ্তার মতো বলিউড তারকারা।
রাজকুমার ও পত্রলেখার প্রেম কাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণা। প্রথম আলাপ একটি বিজ্ঞাপনে, তারপর ২০১৪ সালে ‘সিটিলাইটস’-এর সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কের ভিত মজবুত হয়। রাজকুমার বহুবার বলেছেন, পত্রলেখাকে প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, ‘এই তো আমার সেই মানুষ’। ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে সাত পাক ঘোরেন তাঁরা। রাজকুমার সেই দিন লিখেছিলেন, ‘১১ বছরের প্রেম, রোমান্স, বন্ধুত্ব আর মজার পর আজ আমি আমার সবকিছুর সঙ্গে গাঁটছড়া বাঁধলাম।’
রাজকুমার রাও নিজে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মুম্বই শহরে একা থাকলে নিঃসঙ্গতা গ্রাস করতে পারে। কিন্তু আমি ভাগ্যবান, কারণ কর্মজীবনের শুরুতেই পত্রলেখার মতো সঙ্গীকে পেয়েছিলাম। তিনি আমার সবচেয়ে বড় শক্তি।’
এই মুহূর্তে পত্রলেখাকে শেষ দেখা গিয়েছে ‘ফুলে’ ছবিতে, যেখানে তিনি সাবিত্রীবাই ফুলের ভূমিকায় অভিনয় করেছেন। রাজকুমারকে পর্দায় দেখা যাবে ১১ জুলাই ‘মালিক’ছবিতে, যেখানে তিনি এক নির্মম গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন।