শীঘ্রই পরিবারে আসছে সন্তান, তার আগেই রাজকুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। তাও আবার প্রায় আট বছর আগের একটি ঘটনাকে ঘিরে! বিষয়টা খোলসা করেই বলা যাক। ২০১৭ সালে মুক্তি পায় রাজকুমার এবং শ্রুতি হাসান অভিনীত ছবি ‘বহেন হোগি তেরি’। আজ থেকে প্রায় আট বছর আগে। সেই ছবির একটি পোস্টারেই শিব সেজে বাইকে বসে থাকা রাজকুমারের উপর বেজায় চটেছিল স্থানীয় শিবসেনা। সেই সময়তেই অভিযোগ তুলেছিল তাঁরা। রাজনৈতিক দলটি জলন্ধর আদালতে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তারই শুনানিতে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা।

আট বছর আগে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসান এবং নায়ক রাজকুমার রাওয়ের বিরুদ্ধে। জানা যায়, পূর্ববর্তী শুনানির সময় আদালতে হাজিরা দেননি অভিনেতা। এর পরেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। তা সরাতেই আদালতে গিয়ে হাজির হলেন তিনি। সংবাদমাধ্যমের সূত্র বলছে, শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেতা।
এ বার দুই পক্ষেরই বক্তব্য নতুন করে শুনবে আদালত। তার পর রায় নির্ধারিত হবে। পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই।