পুজোয় আসছে ‘রক্তবীজ ২’, এ বার বিকিনি লুকে মিমি, চমক নিয়ে ফিরছে শিবু-নন্দিতার জুটি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৩ সালের পুজোয় বক্স অফিসে ঝড় তুলেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ’। সেই সাইকোলজিক্যাল পলিটিক্যাল থ্রিলারের শেষটা অনেককেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছিল – এরপর কী? সেই ‘এরপর’-এর উত্তর দিতেই আসছে ‘রক্তবীজ ২’, এ বার আরও বড় চমক নিয়ে।

উইন্ডোজের প্রযোজনায় এই পুজোর বিগ বাজেট ছবিতে থাকছে নতুন প্লট, নতুন মোড় আর একের পর এক বিস্ময়। বুধবার সকালে মুক্তি পেল অফিশিয়াল টিজার। আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখার উত্তেজনা তো রয়েছেই। তবে এ বারের সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত থাইল্যান্ডের সমুদ্রতটে নীল বিকিনিতে মিমির নজরকাড়া উপস্থিতি, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

ছবিতে প্রেসিডেন্ট ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পী তো থাকছেনই, সঙ্গে যোগ দিচ্ছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস এবং কৌশানি মুখোপাধ্যায়। তবে সবচেয়ে বড় চমক হল অঙ্কুশ হাজরা। আগেরবার ছোট চরিত্রে থাকলেও, এ বার তিনি আসছেন ভয়ঙ্কর খলনায়কের ভূমিকায়। থাইল্যান্ডে গানের শুটিং থেকে শুরু করে একাধিক লোকেশনে ছবির চিত্রায়ণ হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।


ছোটপর্দার জনপ্রিয় মুখ শন বন্দ্যোপাধ্যায়কেও এ বার দেখা যাবে বড়পর্দায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনের একটি ছবি পোস্ট করে স্বয়ং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, “‘রক্তবীজ টু’ সিনেমার শুটিংয়ে দুই প্রজন্ম। কিংবদন্তি শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সঙ্গে তরুণ শন বন্দ্যোপাধ্যায়।” শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং শেষ করেই শন নিয়মিত ‘রক্তবীজ ২’-এর সেটে পৌঁছাচ্ছিলেন। শন নিজেও জানিয়েছেন, তাঁর চরিত্রটি খল না হলেও, ছবির গল্পের ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি মুক্তি পাওয়া অ্যানাউন্সমেন্ট টিজারটি ছবির উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টিজারের শুরুতেই মুনির আলমের জন্য চিরুনি তল্লাশি চলছে দেখা যায়। এক গম্ভীর কণ্ঠ চ্যালেঞ্জ ছুঁড়ে বলছে, “মুনিরকে মারতে পারবি না। তোরা অনেক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহর চরিত্রে আবীর চট্টোপাধ্যায় মুনির আলমের খোঁজে ময়দানে নেমেছেন, তাঁর সঙ্গে আছেন এসপি সংযুক্তা। নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কেও টিজারে কিছু ঝলকে দেখা গেছে।
যারা ভাবছেন সিক্যুয়েল মানেই পুরনো গল্পের অংশ, উইন্ডোজ প্রোডাকশন তাদের জন্য বার্তা দিচ্ছে যে, এ বারের গল্প কিছুটা অপ্রত্যাশিত হতে চলেছে। তাহলে প্রশ্ন হল, ‘রক্তবীজ’-এর ক্লাইম্যাক্সে বিস্ফোরণের পর এ বার কি নতুন রাজনীতি নামছে মাঠে? নাকি প্রেসিডেন্ট ‘অনিমেষ চট্টোপাধ্যায়’ (ভিক্টর বন্দ্যোপাধ্যায়)-এর চরিত্র এ বার ঘুরে দাঁড়াবে, না কি নতুন এক বিপদের মুখে পড়বে গোটা রাষ্ট্রযন্ত্র?