বিকিনিতে লাস্যময়ী কিয়ারা, দেখেই কুৎসিত পদক্ষেপ রামগোপাল বর্মার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইন্ডাস্ট্রির অন্যতম ‘বিতর্কিত’ পরিচালক তিনি। অভিনেত্রীদের ঘিরে বরাবরই বিতর্কে থাকেন তিনি। এ বার নিশানায় কিয়ারা আডবানি। নায়িকার স্নানপোশাকে ছবি দেখেই নাকি সামলাতে পারেননি ‘রঙ্গিলা’ খ্যাত পরিচালক। কিন্তু তারপর তিনি যা করলেন, তা ভারী পড়ল খোদ পরিচালকের উপরেই। ফল পেলেন হাতে নাতে।
মঙ্গলবার ছিল দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর-এর জন্মদিন ছিল। সেই উপলক্ষে ‘ওয়্যার ২’-এর নির্মাতারা ছবির টিজার প্রকাশ্যে আনেন। আর সেখানে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ছাড়াও বিশেষভাবে নজর কাড়েন অভিনেত্রী। টিজারে নায়িকাকে সবুজ বিকিনিতে হাঁটতে দেখা গিয়েছে। মেদহীন শরীরে উজ্জ্বল স্নানপোশাক, হবু মা কিয়ারার থেকে যেন চোখ ফেরানো দায়।
তারকা থেকে অনুরাগী, সকলেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। এমন পরিস্থিতিতেই ভিন্ন সুর শোনা গেল রামগোপালের কণ্ঠে। কিয়ারাকে নিশানা করে নতুন উদ্যমে কুৎসা ছড়াতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে খোলাখুলি নোংরা মন্তব্য করা থেকে বিরত থাকেননি তিনি। তবে এর ফলাফল মোটেই ভাল ঠেকল না পরিচালকের।
রামগোপালের পোস্ট দেখেই এর বিরোধিতা করেছেন কিয়ারার অনুরাগীরা। অনেকে লিখেছেন, নিজেকে প্রচারে রাখার জন্যেই এমন কুৎসিত পদক্ষেপ ‘সত্য’ পরিচালকের। বিতর্ক বাড়তেই পরিচালক শেষমেশ নিজেই মুছে দিলেন পোস্ট।