সর্বসমক্ষে গণধর্ষণ ও যৌনতা নিয়ে ‘মস্করা’! কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা পড়ল রাম কাপুরের উপর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টেলিভিশন হোক বা বড় পর্দা, দু’য়ের ক্ষেত্রেই বেশ পরিচিত মুখ রাম কাপুর। সম্প্রতি তিনি ব্যস্ত তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’ নিয়ে। এর মাঝেই ঘটল বিপত্তি! সর্বসমক্ষেই যৌনতা ও গণধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। যার কারণে অস্বস্তিতে পড়েছেন সিরিজের কলাকুশলীরাই। এই ঘটনার পরই বিপাকে পড়েছেন অভিনেতা। এমনকি সমস্ত প্রচার সংক্রান্ত অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
সম্প্রতি এই সিরিজ সংক্রান্তই একটি প্রচার অনুষ্ঠানে এই বিতর্কিত ঘটনাটি ঘটেছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বিবরণ দিয়েছে সবকিছুর। জানা যায়, সেই অনুষ্ঠানে অভিনেত্রী মোনা সিংয়ের সঙ্গে হাজির হয়েছিলেন রাম। সকাল থেকেই চলছিল একের পর এক সাক্ষাৎকার। তখনই যৌনতা কথা বলতে শুরু করেন অভিনেতা। অস্বস্তিতে পড়েন সিরিজের বাকি অভিনেতা ও কলাকুশলীরাও।
ঠিক কী এমন বলেছিলেন তিনি? জানা যায়, শোয়ের মার্কেটিং টিমের একজন পুরুষ সদস্যকে চুম্বন করার ঘটনাকে ঘিরে বারবার মন্তব্য করে চলেছিলেন অভিনেতা। এমনও মস্করা করে জানিয়েছিলেন, তাঁর মাকে নাকি গর্ভধারণ করাই উচিত হয়নি। কখনও আবার সাংবাদিকদের সামনেই গণধর্ষণ নিয়ে কথা বলছিলেন তিনি। এখানেই শেষ নয়, অশালীন মন্তব্য দেগেছিলেন ক্রুয়ের মহিলা সদস্যদের পোশাক নিয়েও।
এই ঘটনার পর গত শুক্রবার সন্ধ্যায় মোনাকে একাই দেখা যায় সাক্ষাৎকারে। তার পরেই জানা যায়, সিরিজের সমস্ত প্রচারমূলক অনুষ্ঠান থেকে নাকি ‘নিষিদ্ধ’ করে দেওয়া হয়েছে রাম কাপুরকে।
‘মিসট্রি’ সিরিজটি দেখা যাবে ‘জিও হটস্টার’ প্ল্যাটফর্মে। এটি জানায়, ‘আমাদের প্ল্যাটফর্ম মর্যাদা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রকাশ্যে আসার পর এবং প্রত্যক্ষদর্শীদের দ্বারা ঘটনাগুলি নিশ্চিত হওয়ার পর, এমন জরুরি পদক্ষেপ করা হয়েছে। এই প্ল্যাটফর্ম কোনওরকম অসদাচরণকে প্রশ্রয় দেয় না। তাই সাক্ষাৎকারগুলি শুধুমাত্র মোনার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।”