পাশে দাঁড়িয়ে ‘এআই’ হৃতিক! ‘একদিন এটাই সত্যি হবে’, স্বপ্ন বুনছেন রণজয়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

পাশে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক রোশন। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রণজয় বিষ্ণু। এ যেন যে কারও কাছেই ‘ফ্যান মোমেন্ট’। নিছকই একটি নিজস্বী, কিন্তু তাকে ঘিরেই যেন স্বপ্ন বুনছেন অভিনেতা।

সমাজমাধ্যমে এ দিন এমনই একটি ছবি পোস্ট করলেন রণজয়। বলিতারকার সঙ্গে তাঁর সেলফি। তবে প্রথমে দেখে তা সত্যি মনে হলেও, রণজয়ের ক্যাপশনেই স্পষ্ট সবটা। ছবিটি কৃত্রিম মেধা দ্বারা তৈরি। অর্থাৎ পাশে দাঁড়ানো হৃতিক আসলে ‘এআই’-এর রূপ। কিন্তু রণজয়ের আশা, একদিন এটাই সত্যিতে পরিণত হবে।

এ দিন ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, “অবশ্যই এই ছবিটি এআই দ্বারা নির্মিত। কিন্তু এই দিনটা সত্যিই একদিন আসবে জীবনে। তখন আর হৃতিককে ফ্রেমে আনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্বার প্রয়োজন পড়বে না। এটাই আমার ইচ্ছে।”

হাল ছাড়তে রাজি নন রণজয়। তিনি লেখেন, “আমি ভবিষ্যতের কথা জানি না। ওটার শুধু আশা রাখতে পারি। কিন্তু আমার বর্তমান আমার হাতেই। আমি কতটা পরিশ্রম করব, সেটাও আমার হাতে। তাই সেটাতেই মনোযোগ দিই, আর বাকিটা ছেড়ে দিচ্ছি আমার কর্মফলের হাতে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *