গোপনে বিজয়-রশ্মিকার বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন ‘শ্রীভল্লি’?
রিল থেকে রিয়েল! দক্ষিণী তারকাদের নিয়ে আবার ঝড় সমাজ মাধ্যমে! প্রেমের গুঞ্জন প্রতিষ্ঠা পেল। দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মন্দানার আংটিবদল হয়ে গেল। এমনই খবর বলিউডের ওয়েবসাইট ও সর্বভারতীয় সংবাদমাধ্যমের। জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিসরে বাগ্দানের এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রশ্মিকা ও বিজয়। ব্যক্তিগত জীবন নিয়ে দু’জনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই রশ্মিকা ও বিজয়ের প্রেম নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গেছে। বিজয় ও রশ্মিকা একে অন্যকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রশ্মিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সমাজ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানান রশ্মিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এই সময় তার কপালে তিলকও দেখা যায়।শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘শ্রীভল্লি’। ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকাজুটি। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি। তবে অনুরাগীরা মনে করছেন, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’র দিনই চার হাত এক হতে পারে। রশ্মিকা এখন ব্যস্ত ‘ককটেল ২’ সিনেমার শুটিংয়ে। সামনে অভিনেত্রীকে দেখা যাবে আদিত্য সারপোতদারের হরর-কমেডি চলচ্চিত্র ‘থামা’-তে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া রশ্মিকা ভক্তদের কাছে ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের।