চর্চিত প্রেমিকের সঙ্গে একান্তে শ্রদ্ধা! গোপন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঝাঁঝিয়ে উঠলেন রবিনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। যতই রাখঢাক থাকুক না কেন, কখনও কখনও তারকাদের নিজের অজান্তেই প্রচারের আলোয় বেরিয়ে আসে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শ্রদ্ধার সঙ্গে।
অভিনেত্রীকে নিয়ে এমনিতেই চর্চার শেষ নেই নেটমহলে। অন্য দিকে নিজের প্রেম জীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও চর্চিত প্রেমিক রাহুল মোদীকেও আলোচনা সর্বত্র। শোনা যায়, তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে নাচে মগ্ন তিনি। আর অভিনেত্রীর ভিডিয়োটি করে দিচ্ছেন রাহুলই। ক্যামেরার নেপথ্যে থাকা তাঁর চেহারা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে সেই আয়নাতে। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে যুগলকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
এর আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল। তবে প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত মুহুর্ত সেদিন শ্রদ্ধা প্রকাশ্যে আনেননি। বরং ভিডিয়োটি করেছিলেন এক বিমানসেবিকা। হ্যাঁ, একটি বিমানের ভিতর থেকে ফাঁস হয়েছিল ভিডিয়োটি। বিমানবন্দরে রাহুলের সঙ্গে বসে রয়েছেন শ্রদ্ধা। মন দিয়ে ফোন দেখছেন। এই দৃশ্যই ফোনে রেকর্ড করেছিলেন সেই বিমানসেবিকা। যা নজরে আসতেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী রবিনা টন্ডন। অভিনেত্রী লেখেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা এ ভাবে লঙ্ঘন করা উচিত নয়। বিশেষত বিমানসেবিকাদের থেকে এমন আশা করা যায় না। ভিডিয়ো করার থাকলে তাঁদেরকে জানিয়েই ক্যামেরাবন্দি করা যেত।’