চর্চায় ওভাল! জাড্ডুর অনুরোধে লাল টি শার্ট বদল, আকাশদীপের বারবার ডাকেটের কাঁধে হাত
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ওভালে যেন ঘটনার ঘনঘটা। স্লেজিং,বৃষ্টি, ম্যাচের উত্তেজনা তো আছেই, তারওপর বিভিন্ন মুহূর্তও তৈরি হচ্ছে যা রীতিমতো চর্চায়। এই তো চতুর্থ দিন ব্যাট করতে নেমে থমকে গিয়েছিল জাদেজার ব্যাট। সাইডস্ক্রিনের সামনে যে ইংল্যান্ড দর্শক লাল টি শার্ট পরে খেলা দেখছিলেন। লাল বলের খেলায় লাল রঙ যে জাদেজার মনোসংযোগে বিঘ্ন ঘটাচ্ছিল। অগত্যা, আম্পায়ারকে অভিযোগ জানান। ব্যাপারটার গুরুত্ব বোঝেন আম্পায়ারও। নিরাপত্তারক্ষীদের জানানো হয়। কিন্তু দর্শকও নাছোড়। অবশেষে তাঁকে বুঝিয়ে দেওয়া হয় ধূসর রঙের টি শার্ট।
এরপর তা পরলে দূর থেকেই জাদেজা তাঁর জন্য থাম্বস আপ দেখান। ব্যস, তারপরই সাবলীল ব্যাট জাড্ডুর। একেবারে জেমি ওভারটনের বাউন্সারে বাউন্ডারি হাঁকান। থেমেছেন ৫৩ রানে। এই ইনিংসের মাধ্যমে রবীন্দ্র জাদেজা এক সিরিজে ভারত-ইংল্যান্ড টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করেন। যা একটি বিশ্বরেকর্ড। তিনি একমাত্র ব্যাটার হিসেবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার কোনো টেস্ট সিরিজে ছয়বার ৫০ রানের বেশি করার নজির গড়লেন। তিনি ছাড়িয়ে গেছেন ‘লিটল মাস্টার’ খ্যাত সুনীল গাভাসকরকেও। গাভাসকর ইংল্যান্ড সফরে একটি সিরিজে করেছিলেন পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বিদেশের মাটিতে এক সিরিজে ছয় নম্বর কিংবা তার নিচে ব্যাট করে সবচেয়ে বেশি ফিফটি এখন তাঁর।
শুধু কী তাই।ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেটকে ফেরানোর পরে আকাশ দীপ তাঁর কাঁধে হাত রেখেছিলেন। তাই নিয়ে হইহই কাণ্ড। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে আকাশ দীপের ব্যাটিংয়ের সময়ও একই ভঙ্গিতে দেখা যায়। বেন ডাকেটকে একই ভঙ্গিতে জড়িয়ে ধরেন আকাশ। দেখা যায় দু’জনেরই হাসি মুখ। আকাশদীপ অবশ্য তাঁর ব্যাটিং দিয়ে এদিন সব সমালোচনার ঊর্ধ্বে চলে যান। নৈশপ্রহরী হয়ে খেলতে নেমে করেন মূল্যবান ৬৬ রান। এরমধ্যে ১২ চার। এটাই তাঁর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান। টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশতরানও বটে আকাশদীপের। এর আগে অমিত মিশ্র ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। ২৫ বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। আকাশ দীপ যখন হাফসেঞ্চুরি করেন তখন শুভমন গিল থেকে জাদেজা সকলেই হাসিমুখে হাততালি দিয়ে কুর্নিশ জানায়। ক্যামেরা ফোকাস করে গম্ভীরের দিকেও। দেখা যায় গোমড়া মুখ করে থাকা গম্ভীরও হাসছেন আকাশ দীপের ইনিংস দেখে। তৃপ্তির সে হাসি।