ক্রিকেটার বানানোর প্রতিশ্রুতিতে এ বার ধর্ষণের অভিযোগে বিপাকে যশ দয়াল

0

স্পোর্টস ডেস্ক:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ আগেই উঠেছিল তারকা ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে। সে মামলা চলছে। এরমধ্যেই আরও একবার অভিযোগের আঙুল উঠল যশের বিরুদ্ধে। ক্রিকেটে কেরিয়ার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ অভিযোগে তারকা পেসারের বিরুদ্ধে। এ বার ধর্ষণের অভিযোগ করেছে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে দয়াল দুই বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছে মেয়েটি। গত মার্চ-জুনে জয়পুরে আইপিএলের ম্যাচের সময়ও এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জয়পুরের সানগানের পুলিশ স্টেশনে যশের বিরুদ্ধে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স ১৭ বছর হওয়ায় পুলিশ পকসো আইনে দয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে আদালতের আদেশে গ্রেফতারি এড়িয়েছেন যশ। কিন্তু এ বার পালাবার পথ আর নেই তরুণ ফাস্ট বোলারের!
চলতি মাসেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দয়ালের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। সবটাই করা হয়েচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। দয়াল অবশ্য এরপর নিজের আইনজীবীর মাধ্যমে পুলিশের কাছে করা লিখিত অভিযোগে সেই মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেলের পাল্টা অভিযোগ করেন।

এ বার জয়পুর পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভয় দেখানো, ব্ল্যাকমেল, শারীরিক-মানসিক নির্যাতন সহ্য করে শেষপর্যন্ত ২৩ জুলাই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। গত আইপিএল চলাকালীন জয়পুরের সীতাপুরার একটি হোটেলে মেয়েটিকে ডেকে আনেন দয়াল এবং তাকে আবারও ধর্ষণ করেন। পুলিশের কাছে এমনই অভিযোগ করে মেয়েটি। দোষী প্রমাণিত হলে হাজতবাসও হতে পারে যশ দয়ালের। শেষ হয়ে যেতে পারে কেরিয়ার। যশ দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন দলের সদস্য। শেষ আইপিএলে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *